একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে এলাহাবাদের লখনউ বেঞ্চকে জানানো হয়েছে যে তারা অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে গুটখা কোম্পানির হয়ে প্রচার করার জন্য নোটিশ পাঠিয়ে ছিল। কেন্দ্রের তরফে শুক্রবার এলাহাবাদ হাইকোর্টকে আরও জানানো হয় যে সুপ্রিম কোর্টেও একই কেসের শুনানি চলছে💞। তাই এই আবেদন খারিজ করা উচিত। কেন্দ্রের এই কথা শুনে, তথ্য দেখে বেঞ্চের তরফে এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৯ মে রাখা হয়েছে।
বিচারপতি রাজেশ সিং চৌহানের বেঞ্চের তরফেবের আগেও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা আবেদনকারী যা যেভাবে জানিয়েছেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করার। এই আবেদনকারী দাবি করেছিলেন যে শাহরুখ, অক্ষয় বা অজয় দেবগনেℱর মতো অভিনেতারা যাঁরা অনেক নামী-দামী পুরস্কারে সম্মানিত, যাঁরা๊ একটি হাইপ্রোফাইল জীবন কাটান, যাঁদের অনেক ভক্ত তাঁরা কীভাবে গুটখা কোম্পানির হয়ে প্রচার করছে।
আরও পড়ুন: কার কাছে কই 𓆏মনের কথার পরাগের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়েඣর যোগ! দাদাগিরিতে ফাঁস কোন সত্য?
আরও পড়ুন: বক্স অফিসে ঝড়! বিস্তর বিতর্কের পরেও ৯ দিনেই প্র൩ায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল রণবীরের অ্যানিম্যাল
আবেদনকারীর তরফে জানানো হয়েছে গত ২২ অক্টোবর সরকার💫ের কাছে বিষয়টা জানানো হয়েছিল, কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই আদালত অবমাননার আবেদনের শুনানি করে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ পাঠায় হাইকোর্ট।