তিনি শাহরুখ, তিনিই বলিউড কিং। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনিই বলিউড বাদশা। সাফল্য,নাম, খ্যাতি, অর্থ, সবই তাঁর পিছু পিছু ঘোরে। তবে শুধুই কি সাফল্য, ব্যর্🌱থতা কি নেই? অবশ্যই আছে। ভালোমন্দ দুইয়ের মিশেলেই তো💙 জীবন।দুবাইয়ের গ্লোবাল ফ্রেইট সামিটে উপস্থিত ছিলেন শাহরুখ খান। যেখানেই তিনি নিজের জীবন এবং কেরিয়ার শুরুর বছরগুলিতে এবং সুপারস্টারডমের যাত্রাপথ নিয়ে অকপটে নানান কথা বলেছেন।
সেই আলোচনায় শুধুই যে সাফল্যের কথা সামনে এসেছে এমনটা নয়, এসেছে ব্যর্থতার কথাও। একটানা দীর্ঘ ব্যর্থতার মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনিও। তবে শেষপর্যন্ত গত বছর মুক্তি পেয়েছিল কিং খান শাহরুখের তিনটি ছবি। আর তিনটিই ছিল ব্লকবাস্টার। সেবিষয়গুলি নিয়েই খোলামেলা কথা বলেছেন শাহরুখ। বলিউড কিং-এর কথায় এমনটা ভাবার দরকার নেই যে বিশ্ব এর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করছে, এমন সময় আসে যখন কোনও কিছু কাজ করে না, তার পিছনে আরও অনেক ক🌼ারণে থাকতে পারে।
আরও পড়ুন-সদ্য মেয়ের বাবা হয়েছেন, এরই মাঝে হঠাৎ কেন ভূত সেজে 🅰ঘুরছেন! বল🌄ি কাঞ্চনের হলটা কী?
ব্যর্থতায় কাঁদেন শাহরুখ
যখন কেরিয়ারে ভরাডুবি আসে, ব্যর্থতা আসে তখন কী করেছেন? একথায় শাহরুখ বলেন, 'আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হয়। সেসময়গুলিতে এমনও হয়েছে যখন আমি🌞 বাথরুমে গিয়ে ভীষণ কেঁদেছি। যদিও আমি সেটা কাউকে বুঝতে দিই না। কারণ, সেই সময়টা আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকি। তবে যেটাই ঘটুক না কেন, এট বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, আপনার নিজের কার🌌ণে ভুল হয়নি বা বিশ্ব আপনার কাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, এমনটাও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা কোনওভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। হতাশার মুহুর্ত রয়েছে, তবে এমন কিছু মুহুর্ত রয়েছে যেখানে আমি নিজেকে নিজেই বলেছি ‘চুপ কর, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও।’