আপাতত জওয়ান দিয়ে সাফল্যের সপ্তপ স্বর্গে রয়েছেন শাহরুখ খান। বক্স অফিসে আপাতত ১০০০ কোটির ঘরে পা রেখে ফেলেছে কিং খানের এই সিনেমা। ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। আর ১৮ দিনের মধ্যেই তা পৌঁছে যায় বিশ্ব ব্যপী ১০০০ কোটির ম্যাজিক ফিগারে। পিঙ্কভিলার রিপোর্ট বলছে, জওয়ানে সন্তুষ্ট হওয়ার বান্দা শাহরুখ নন। আপাতত পাখির চোখ ডিসেম্বরে আসতে চলা ডাঙ্কি। বড়দিনের সময়, ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ছবিখানা। আর রাজকুমার হিরানির পরিচালনায় ছবিখানা বিশ্ববাজারে মুক্তি পাব༺ে ভারতে মুক্তির ১ দিন আগে।
একটি সূত্র পোর্টালকে জানিয়েছে, ‘ডাঙ্কি একটি বিশ্বব্যাপী চমক হবে বলেই মনে করা হচ্ছে। এবং সমস্ত স্টকহোল্ডাররা এটিকে ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী অফার হিসাবে ধরছে। জওয়ানের প্রচারের সময় দক্ষিণের বাজারের উপর জোর দেওয়া হয়েছিল। তবে ডাঙ্কির ক্ষেত্রে রেড চিলিজ প্রচার চালাবে বিশ্বব্যপী। অনেক বড় পরিকল্পনা রয়েছে। এবং শীতের ছুটির সুবিধে নিতে ২১ তারিখ সিনেমাটিকে আন্তর্জাতিক বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে।’ আরও পড়ুন: জওয়ান-গাড়ি গড়গড়িয়ে চলল মঙ্গলেও, থামাতে আসছে ভ্যাক্সিন ওয়ার! কত ঘরে তুলল শাহ꧟রুখ?
সূত্রটি আরও যোগ করেছে যে, ২১ ডিসেম্বর ডাঙ্কি আন্তর্জাতিক বেল্টে পূর্ণাঙ্গ রিলিজ পেতে চলেছে। ‘ডাঙ্কি টিম ২১ ডিসেম্বর পুরো দিনের রিলিজ নিয়ে এগিয়ে আসছে। শুধুমাত্র গভীর রাতের প্রিমিয়ার শো নয়। শুক্রবার থেকে রবিবারে সপ্তাহান্তের দর্শক টানতেই এই ব্যবস্থা। এসআরকে (শাহরুখ খান) আন্তর্জাতিক বেল্টে সবচেয়ে বড় ভারতীয় নাম। এবং বিশ্বব্যাপী বড়দিনের ছুটির চারদিনের আগে বেশ বড়সড় লাভ পাবে ডাঙ্কি।’ আরও পড়ুন: ‘রোমাঞ্চ ছাড়া কিছু নেই, বসেছিলা꧙ম দেখতে 🐬পারিনি!’, RRR-পুষ্পা নিয়ে নাসিরুদ্দিন
রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। ছবিতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করছেন তাপসী পান্নু। ছবিতে আরও রয়েছেন অভিনেতা ভিকি কৌশল এবং ধর্মেন্দ্র। আপাতত চলছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। আরও পড়ুন: দু' হাতে কালশিটে! গুরুতর চো🌄টের ছবি দিলেন দিব্যাঙ্কা, হল টা কী অভিনেত্রীর?
তবে ভারতে জওয়ানকে বেশ বড়সড় লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। কারণ ২২ ডিসেম্বর আসছে প্রভাসের সালার। প্রাথমিকভাবে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সালারের। তবে কিছু ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা ২২ ডিসেম্বর করে দেওয়া হয় সম্প্রত🦂িই। এর আগেও ২০১৮ সালে ডিসেম্বরে মুখোমুখি হয়েছিল জিরো আর কেজিএফ।