সম্প্রতি শাহির ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন। পরিবারের সকলের নিরাপদে থাকার কথাও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরিবারের জন্য উদ্বিগ্নে রাত কাটানোর কথা বলতে ভোলেননি পর্দার অর্জুন।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে শাহির লিখেছেন, ‘ভারতের সশস্ত্র বাহিনীর কাছে আমরা চিরঋণী। আমার মা এবং বোন বর্তমানে জম্মুতে আছেন। ভারত পাকিস্তানের উত্তেজনায় যখন আমাদের সকলের রাতের ঘুম উড়ে গেছে, তখন সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীদের অসামান্য কীর্তি আমাদের কিছুটা হলেও আশ্বস্ত করেছে। একজন সৈনিক যখন সামনের সারিতে থেকে আমাদের রক্ষা করেন, তখন চিন্তা অনেকটাই কমে যায়।’
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
অভিনেতা আরও লিখেছেন, ‘একজন সৈনিক যখন যুদ্ধক্ষেত্রের যুদ্ধ করেন, তখন তার পরিবার কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তা কল্পনাও করতে পারব না আমরা। একজন সৈনিক এবং তার পরিবারের প্রত্যেক মানুষের প্রতি আমার শ্রদ্ধা। এই কঠিন পরিস্থিতিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। জয় হিন্দ।’
তবে শুধু শাহির নন, কিছুদিন আগে জম্মুর মাটিতে থাকা ভাইয়ের প্রতি চিন্তা প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন অনুপম খের। খুড়তুতো ভাইয়ের থেকে পাওয়া একটি ভিডিয়ো পোস্ট করে অনুপম লিখেছিলেন, ‘ভিডিয়োটি পাওয়ার পরেই আমি ভাইকে ফোন করি। কিন্তু ওর শান্ত গলার স্বর শুনে বুঝতে পারি যে ওরা ভালো আছে। আমার ভাই আমাকে বলে, আমাদের রক্ষা করছে সেনাবাহিনীর জওয়ান এবং স্বয়ং মা বৈষ্ণদেবী। আমাদের নিয়ে চিন্তা করার কিছু নেই।’
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
অনুপম খেরের পাশাপাশি অমৃতসরের বাড়িতে থাকা পরিবারের সদস্যদের নিয়েও নিশ্চিন্ত থাকতে দেখা গেল ভারতী সিংকে। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, অমৃতসরের বাড়িতে যারা রয়েছেন তারা সকলে সুরক্ষিত আছেন। সেনাবাহিনীর ওপর পূর্ণ ভরসা রয়েছে তাঁর। ভারতের মতো বিশাল সেনাবাহিনী থাকলে কোনও পরিবারের কোনও সমস্যা হবে না বলেই মনে করেন ভারতী।