বাড়ির পরিচারককে নিয়ে দারুণ গল্প শেয়ার করেছেন পরিচালক শেখর কাপুর। পরিচালক ফাঁস করেছেন, তা🌄ঁর ক্লাস ইলেভেন ফেল রাঁধুনি এক ঘণ্টার মধ্যে পুরো স্ক্রিপ্টটি খসড়া করতে🌺 AI ব্যবহার করেছিলেন।
এক্স-এ (পূর্বে টুইটার) একটি ছবি পোস্ট করেছেন শেখর কাপুর। ছবিটি তাঁর রাধুনি নীলেশের। পরিচালক তাঁর বাড়ির সাহায্যকারী ব্যক্তির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘ও নীলেশ। ক্লাস ১১ ফেল। ১৮ বছর ধরে আমার জন্য কাজ করছে। বাড়ির রাঁধুনি। আমার কাছে বন্ধুর থেকেও বেশি। পড়াশোনা করতে চায়নি বেশি। সকাল ৬টায় গুগল জেমিনি (এআই) সম্পর্কে জানতে পারে। এক ঘণ্টা ধরে বোঝার পর, ৭টার দিকে নীলেশ স্ক্রিপ্ট লিখতে শুরু করেন এবং ৮টার দিকে তিনি তাঁকে স্ক্রিপ্ট জমা দেন এবং পড়তে বলেন। AI বিশ্বের জন্য একটি নতুন বিপ্লব’। আরও পড়ুন: ১০ বছর পর একসঙ্গে কাজ করছেন সলমন-সাজিদ? প্রস্তুতি নিচ্ছেন কোন সিনেমᩚᩚᩚᩚᩚ💞ᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার