পর্দার জন্য, চরিত্রের প্রয়োজনে, তাঁকে হাসতে হয়, হাসা💮তেও হয়। তবে বাস্তবে তাঁর জীবন দুঃখে ভরা। সেই কঠিন সত্যি, দুঃখ বুকে চেপেই কাজ করে চলেছেন অভিনেতা শেখর সুমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরকালের জন্য হারিয়ে যাওয়া ছেলে আয়ুশকে নিয়ে কথা বলেছেন শেখর। যে আয়ুশকে মাত্র ১০ বছর বয়সেই চলে যেতে হয়েছিল।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে কথা বলার সময় হারিয়ে যাওয়া ছেলে আয়ুশকে নিয়ে কথা বলেন শেখর সুমন। জানিয়েছেন, তিনি বড় ছেলেকে হারানোর পর কীভাবে বিধ্বস্ত ছিলেন। শেখরের কথায়, ‘মুঝে জিনা হি না থা (আমি তো বাঁচতেই চাই নি)। আমি আমার হৃদয়ের একটি অংশ হারিয়েছি যেটা আমা𓆉র সবথে🐲কে কাছের, সবচেয়ে প্রিয় ছিল। অর মেন জমিন পার সার পাটাক কে রোয়া থা (মাথা ঠুকে কত কেঁদেছি)। ফির উসকে বাদ মুঝে জিনে কি ইচ্ছা ভি না থি (একসময় বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেরেছিলাম)।'
আবেগতাড়ি💦ত শেখর বলেন, ‘আমার মধ্যে আসলে সেই প্রাণটাই নেই। আমি আসলে প্রাণহীন একটা দেহ মাত্র। শুধু সংসারের প্রয়োজনে, অর্থনৈতিক চাপে পড়ে আমায় হাসাতে হয়। আমাকে তো সংসারটাও চালাতে হবে।’