বাইরে বের হলে আজকাল প্রায় মুখ ঢেকেই দেখা যায় শিল্পী শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। কেন রাজ সারাক্ষণ মাস্কে সবসময় নিজের মুখ ঢেকে রাখেন তা নিয়ে চর্চা জারি রয়েছেই। তবে এবার রাজ কুন্দ্রা খবরের শিরোনামে উঠে এলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশ করে। রাজ নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্জেলে স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ের এক টুকরো ঝলক তুলে ধরেছেন। আর 🎐সඣেটাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
রাজ কুন্দ্রার পোস্ট করা ভিডিয়োতে তাঁকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে ‘যৌন রসিকতা’ করতে দেখা যায়। রাজের রসিকতায় দর্শকাসনে থাকা অনেকেই অস্বস্তিতে পড়েন। আর তখন রাজ বলেন, ‘যাঁরা আমার কথায় অস্বস্তি বোধ করছেন, তাঁরা চাইলে এখান থেকে যেতে পারেন।’লোকজন এরপরেও বসে থাকলে তাঁদের বিকৃত মানসিকতার বলে💮 অভিহিত করেন শিল্পার স্বামী। নিজের পরিচয় দিয়ে রাজ বলেন, ‘মহিলা ও পুুরুষরা, আমি রাজ কুন্দ্রা, 'মাস্ক ম্যান' নামেও পরিচিত, শিল্পকা পতি নামেও পরিচিত আবার 'সাস্তা কানিয়ে ওয়েস্ট' নামেও পরিচিত’।
এরপরই রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডে তাঁপ নাম জড়ানোর অভিযোগের জবাবে বলেন, ‘১৮ সাল কি উমর মে লন্ডন মে ট্যাক্সি চালায়া করতা থা, ২১ সাল কি উমর তাক পশমিনা শাল কা সাম্রাজ্য খাদা কর দিয়া ম্যায়। মেরা কাম হামেশা সে কাপদে চাড়ানে কা থা, উতারনে কা না (আমি ১৮ বছর বয়সে লন্ডনে ট্যাক্সি চালাচ্ছিলাম, ২১ বছরে আমি একটি শাল বিক্রির সাম্রা🍎জ্য স্থাপন করি। আমি সবসময়ই লোকেদের পোশাক পরাতে আগ্রহী ছিলাম, পোশাক খুলতে নয়)’