আজকাꦬল আর ওই বছরের পর বছর ধরে চলা সিরিয়াল দেখা যায় না। এখন বড় জোর মাস দুয়েক বা তিন-চারেক। টিআরপিতে হালে পানি পেল কী পেল না বন্ধ হয়ে যায় সিরিয়াল। এমন অবস্থায় নিত্য নতুন সিরিয়ালের আসা যাওয়া লেগেই আছে। কিন্তু এমন অবস্🦄থায় ৩, ৩টি নতুন ধারাবাহিকের কাজ বন্ধ হয়ে বসে তাও চ্যানেল এবং ফেডারেশনের ঝামেলার জন্য।
আরও পড়ুন: ব্যাটে𝓀 রান নেই, বাড়িতে দুই সন্তান ও অন𝓀ুষ্কার সঙ্গেই সময় কাটিয়ে বার্থডে পালন বিরাটের
কিন্তু কী ঘটেছে?
কিছুদিন আগেই জানা গিয়েছিল কালার্স বাংলায় ৩টি ১০০ পর্বের নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর সেই ৩টি ধারাবাহিক নিয়েই গোল বেঁধেছে। পুজোর আগে শ্যুটিং শুরু হলেও বর্তমানে বিগত কয়েক দিন ধরে🦋 বন্ধ ধারাবাহিকগুলোর শ্যুটিং। আর শ্যুটিং বন্ধের নেপথ্যে রয়েছে চ্যানেল এবং ফেডারেশনের সমস্যা। এত কম পর্ব হওয়ায় ফেডারেশন এটিকে সিরিয়াল বলতে নারাজ। তাঁদের দাবি এটি সিরিজের মতো। কিন্তু অন্যদিকে চ্যানেল কর্তৃপক্ষ বলছে, যেহেতু এটা টিভিতে দেখানো হবে তাই এটা সিরিয়াল। দুই পক্ষের দুই যুক্তি দুই দিকে, মাঝে সিরিয়াল-সিরিজ দ্বন্দ্বে বন্ধ ৩টি প্রজেক্টের শ্যুটিং।
এই বিষয়ে আনন্দবাজারকে উক্ত ৩ ধারাবাহিকের একটি ধারাবাহিকের প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'যতদূর জানতে পেরেছি চ্যানেল এবং ফেডারেশনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ১০০ পর্বের ধারাবাহিকের শ্যুটিং গত দুই দিন ধরে বন্ধ।' তবে 🐠তিনি এদিন একই সঙ্গে জানিয়েছেন তিনি আশাবাদী যে এই সমস্যা দ্রুত মিটে যাবে। তাꦏঁর কথায় যতদিন ধরে এই ধারাবাহিকের শ্যুটিং চলছে ততদিন ফেডারেশন সহযোগিতা করেছে।
একই কথা জানিয়েছেন আরেক ধারাবাহিকের প্রযোজক সৌরভ চক্রবর্তী। শ্যুটিং বন্ধ হওয়ার বিষয়টা ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও স্বীকার করে নিয়েছেন। তিনিꦓ জানিয়েছেন এই বিষয় নিয়ে চ্যানেলের সঙ্গে তাঁরা আলোচনা চালাচ্ছেন।
আরও পড়ুন: বাবা নেই পাশে, জারার জন্মদিনে মধ্যরাতে কী কী আয়োজন করলেন𝓀 𝓰নীলাঞ্জনা-সারা
আরও পড়ুন: কপ ইউনিভার্সের পর এবার রোহিতের ছ𓆉বিতে মুখোমুখি চুলবুল পান্ডে ও সিংঘম?🔴 অজয় দেবগন বললেন...