শীঘ্রই মুক্তি পেতে চলেছে ফাইটার। আগামী ২৫ জানুয়ারি বড় পর্দায় আসছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি পাকিস্তানের তরফে ভারতের উপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ার স্ট্রাইকের প্রেক্ষাপটের উপর বানানো হয়েছে। সদ্যই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে, আর তারপরই সেটার বিরোধিতা করেছেন একাধিক পাকিস্তানি তারকা। এঁদের মধ্যে আছেন হানিয়া আমির, আদনান সিদ্দিকি, প্রমুখ। এবার সেটার উত্তর দিলেন খোদ 🅠পরিচালক।
হানিয়া আমিরের মন্তব্যের উত্তর দিলেন সিদ্ধার্থ আনন্দ
পাকিস্তানি তারকা হানিয়া আমির কিছুদিন আগেই ফাইটার ছবিটির ট্রেলার নিয়ে বিরোধিতা করেন। তাঁর সেই ইনস্টাগ্রাম স্টোরির উত্তরে সিদ্ধার্থ এদিন টুইটারে💎 পোস্ট করেন চিন্তান্বিত মুখের একটি ইমোজি দিয়ে। সিদ্ধার্থ এদিন তাঁর টুইটে লেখেন, 'ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক একটি ছবিতে তিনি কাজ করেছিলেন না? পাকিস্তানি তারকারা তাঁদের দেশের কোনও ছবিতে ভারতীয়দের বিরুদ্ধে কোনও ভাবনা আছে এমন ছবিতে কাজ করলে যদি আমাদের অসুবিধা না থাকে, তাহলে ওঁরা আমাদের নিয়ে এত🏅 ভাবেন কেন?'
আরও পড়ুন: ২৮ বছরের অপেক্ষার অবসান🐷, ৭১তম মিস ওয়ার্ল্ডের আয়োজক এবার ভারত!
প্রসঙ্গত সেখানে এক ব্যক্তি জানান, 'পারওয়াজ হ্যায় জুনুন নামক একটি ভারত বিরুদ্ধ এয়ার ফোর্স ছবি ছিল পাকিস্তানের। এটি ২০১৯ সাল𝓰ে মুক্তি পেয়েছিল। সেখানে হানিয়া আমির ছিলেন।' সেটাও সিদ্ধার্থ রিটুইꦕট করে লেখেন, 'ওহ!' কেউ আবার সেখানে লেখেন, 'হ্যাঁ, ওই ছবিতে ভারতীয় বিমান বাহিনীকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছিল।'
হানিয়া আমির কী লিখেছিলেন তাঁর পোস্টে?
গত ১৫ জানুয়ারি ফাইটার ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পরই এই পাক তারকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'আজকালকার এই সময় দাঁড়িয়েও এখনও কিছু শিল্পꦰী আছে যাঁরা মানুষকে দুই দেশের মধ্যে সমস্যাকে তুলে ধরে নেতিবাচক বার্তা দি চাইছেন। যেসব শিল্পীরা দুই দেশের এই গ্যাপকে নিজের শিল্প দিয়ে বাড়াচ্ছেন তাঁদের জন্য খারাপ লাগে। ভীষণই খারাপ টেস্ট। শিল্পকে শ্বাস নিতে দিন।'
আরও পড়ুন: ওটিটিতে ৮ মিনিট বড় থাকবে🐬 অ্যানিম্য🦩াল, তার মধ্যেই কেন নেটফ্লিক্স টি-সিরিজকে তলব হাইকোর্টের?
তবে কেবল হানিয়া আমির নন। আরও একাধিক পাক তারকা ফাইটার ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সেটার বিরোধিতা করেছে। আদনান সিদ্দিকি লিখেছেন তাঁর নাকি এই ট্রেলার দেখে মন খারাপ হয়ে গিয়েছে। তিনি লেখেন, 'বলিউড একসময় ভালোবাসা𝕴র উদযাপন করত, এখন ঘৃণা ছড়ায়। আমাদের ভিলেন হিসেবে দেখায়।' জারা নুর আব্বাস নামক পাক শিল্পীও এই ছবির ট্রেলারের বিরোধিতা করেছেন।