কদিন আগেই খবর মিলেছিল মা হতে চলেছেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার মা। ২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল পঞ্জাবি গায়ককে। ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। ২০২২-এ কংগ্রেসের টিকিটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ে হেরে যান মুসেওয়ালা। পঞ্জাব সরকার সিধু মুসেওয়ালার নিরাপত্তায় কাটছাঁট করার পরেরদিনই গায়কের পৈত্রিক গ্রাম মুসার কাছে গুলিꦇ করে হত্যা করা হয় তাঁকে।
পরে ফেসবুক পোস্টে মুসেওয়ালা খুনের চক্রান্তে জড়িয়ে থাকার কথা স্বীকারও করে নিয়েছিল কানাডায় আশ্রয় নেওয়া গোল্ডি ব্রার। জানা যায়, জেলে থাকা, সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া লরেন্স বিষ্ণোইও রয়েছে এর পিছনে। তবে ঠিক কী কারণ এই খুন, বা ক✱ে বা কার নির্দেশে এই কাজ করেন গোল্ডি বা লরেন্স, তা জানা যায়নি। এসেবর মাঝেই খবর এসেছিল, মা হতে চলেছেন সিধু-র মা।
সিধু মুসেওয়ালাই ছিলেন তাঁর মা-বাবার একমাত্র সন্তান। ৫০ পেরিয়ে চরণ কৌর মা হতে সাহায্য নিয়েছিলেন আইভিএফ প্রযুক্তির বলে শোনা গিয়েছিল। ৩ মাসেরও বেশি সময় ধরে জনসমক্ষে দেখা না গেলেও, পরিꦡবারের ঘনিষ্ঠ সূত্রগুলি উল্লেখ করেছিল যে, ৫৮ বছর বয়সী গর্ভবতী মা নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ভালো আছেন।
আরও পড়ুন: ‘যাদের ঘৃণা করি তাদের…’, শাꦓক্যকে ডিভোর্স, সোহম🅷কে প্রেমচর্চা,কী বলতে চান শোলাঙ্কি
সিধু মুসওয়ালার বাবা, বালকৌর সিং সিধু , যিনি গত বছর রাজ্য সরকারী কর্মচারী হিসেবে অবসর নিয়েছিলেন তিনি সক্রিয়ভাবে বর্তমানে তাঁর ছেলের হত্যাকারীদের বিচারের জন্য সক্রিয়ভাবে চেষ্টা🍸 করছেন। প্রেগন্যান্সির খবর♍ সত্য না মিথ্যে, সেই মন্তব্যের জন্য অনুপলব্ধ ছিলেন৷ তবে আজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন ফের ববা হতে চলার খবরে।
আরও পড়ুন: ২৬-এর🍌 শ্রীময়ীর বিশেষ জিনিসে মন মজে ৫৩-র কাঞ্চনের, পওাশ থেকে উপদেশ দিল শাশুড়ি
তিনি জনগণকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিশ্বাস না করার আহ্বান জানান।🔯 জোর দিয়🤪ে বলেন যে, সঠিক সময় এলে পরিবার সরাসরি যে কোনো খবর শেয়ার করবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, বালকৌর সিং তাঁর ছেলে সিধুর ভক্তদের উদ্বেগ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে পরিবার সম্পর্কে চলমান গুজবগুলিতে বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, পরিবার সম্পর্কে যে কোনও খাঁটি তথ্য তিনি নিজেই শুভাকাঙ্খীদের সঙ্গে সরাসরি শেয়ার করে নেবেন।