বাবা-মাꦚয়ের কাছে আদরের তাঁদের সব সন্তান। ছোটবেলায় একত্রেই বেড়ে ওঠা ভাইবোনকেও বড় হয়ে সম্পত্তি নিয়ে বিবাদে জড়াতে দেখা যায়। এঘটনা মোটেও নতুন নয়। আজকাল য🎃দিও আইনত বাবা-মায়ের সম্পত্তিতে ছেলে-মেয়ে সব সন্তানেরই সমানাধিকারের কথা বলা হয়। এরপরও বাবা-মা কোন সন্তানকে কীভাবে সম্পত্তি ভাগ করে দেবেন, সেটা এক্কেবারেই তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন গায়িকা জোজো।
গায়িকা জোজো মুখোপাধ্যায়ের দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। জোꩲজো কন্যা বাজো অবশ্য এখন অনেকটাই বড়। তবে গায়িকার এক পুত্র আদি এখনও অনেকটাই ছোট। ৩ বছর আগে ২০২১-এ এই পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন গায়িকা। যদিও নিজের সন্ত♍ান থাকতে কেন তিনি ৫০ বছর বয়সে এসে আবারও একটা পুত্র সন্তান দত্তক নিলেন, তা নিয়ে লোকজনের কৌতুহলের শেষ ছিল না। এমনকি ছেলের গায়ের রং নিয়েও কিছু লোকজন নানান কথা বলেছিলেন। তাঁদের উদ্দেশ্যে জোজোর স্পষ্ট বার্তা ছিল, ‘এধরনের কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব’। কোনও দিনই লোকে কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামাতে নারাজ গায়িকা।
সম্প্রতি ছেলে ও মেয়ের মধ্যে কীভাবে সম্পত্তি ভাগ করে দেবেন, সেবিষয়ে মুখ খুলেছেন জোজো। গায়িকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাজো ওর বাবা, দিদার সব সম্পত্তি পাবে। তবে আদি (অদীপ্ত)র জন্য আমি নিজে কিছু আলাদা করে তৈরি করে দিয়ে যাব।’ জোজোর কথায়, ‘যাতে ছেলেকে কারোর কাছে কখনও হাত পাততে না হয়। জানি না ওর বিয়ে পর্যন্ত থাকব কিনা! আমায় মেয়েরও সংসার হবে একটা সময়, ও সব সামলে কতটা ভাইয়ের জন্য করতে পারবে, সেটা একটা বড় বিষয়!’ গায়িকা জ🔯ানান, তিনি ভেবেচিন্তেই সব সিদ্ধান্ত নিয়েছেন।
অনেকেই অনেক সময় তা🔯ঁকে বলেছেন দত্তক সন্তানের জন্য অনলাইনে এত জিনিস কেনার কী আছে! গায়িকার অবশ্য সাফ কথা, তিনি কখনও দুই সন্তানের মধ্যে পার্থক্য় করতে চান না। দুই ভাই-বোনের মধ্যে যাতে কখনও সম্পত্তি নিয়ে বিবাদ না হয়, সেজন্য সব ভেবেচিন্তে🎉 সম্পত্তি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।