সিনেমায় অভিনয়ের থ🎀েকে বেশি বিতর্কিত কারণেই খবরের শিরোনামে উঠে আসেন সোনম কাপুর। বিভিন্ন সময় সোনমের নানান কথা নিয়ে সমলোচনা, চর্চা হয়েছে। আবার কখনও 'নেপো কিড' হওয়ার জন্য আক্রমণের মুখেও পড়তে হয়েছে অনিল কন্যাকে। ফের একবার একই ঘটনা ঘটল। এক অনুষ্ঠানে নবজাতক শিশুর মুখে মধু দেওয়া নিয়ে নিজের মতামত রাখেন সোনম। তাঁর সেই মন্তব্যের ভিডয়ো ক্লিপ নেটপাড়ায় উঠে এলে শুরু হয় সমালোচনা।
ঠিক কী বলেছেন সোনম?
সোনম কাপুর বলেন, ‘সদ্যোজাত শিশুকে মধু খাওয়ানোর জন্য পণ্ডিতজি🐷র সঙ্গে আমার তর্ক হয়েছিল কꦅারণ আমি এই ঐতিহ্যতে আমি বিশ্বাস করি না। আমি বিভিন্ন বইতে পড়েছি, সদ্যজাত শিশুদের মধু খাওয়ানো হলে ইনফ্যান্টাইল বোটুলিজমের ঝুঁকি থাকে। এটা একধরনের রোগ। কারণ মধুতে ব্যাকটেরিয়া থাকে। হতে পারে বহু ভারতীয় মা তাঁর সন্তানকে জন্মের পর হয়ত মধু খাইয়েছেন, হতে পারে তাঁদের হয়তবা কিছু হয়নি। তবে আমি খাওয়াই নি, কারণ আমি আমার সন্তানকে একটু বেশিই সুরক্ষার মধ্যে রাখি।’
সোনমের এই মন্তব্যে পরই শুরু হয়েছে তীব্র ট্রোলিং। এক নেটিজেন তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে সোনমের এই মন্তব্য তুলে ধরে ব্যঙ্গ করেছেন। লিখেছেন,' আমি এই ঐতিহ্যগুলিতে বিশ্বাস করি না', সিরিয়াসলি? একটু বেশি🧸ই বিপ্লবীꦍ!
আরও পড়ুন-রক্তা෴ক্ত, বিধ্বংসী ♕চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!
একজন সোনমের সমালোচনা করে লেখেন, ‘এঁরা পণ্ডিতজিকে ডাকেন মতামত নেওয়ার জন্য, তারপর সেই মতামতা না মেনে অনুষ্ঠানে এসে জ্ঞান দেন।’ একজন লিখেছন, ‘ঐতিহ্য না মেন🌃ে এত ইংরাজি বলছেন যখন, তাহলে হয়ত ঠিকই বলছেন!’ আরও একজন লিখেছেন, ‘ঐতিহ্য মানবেন যখন পণ্ডিতজিকে ডাকেন কেন!’ কেউ আবার সোনমের কথা হেসে উড়িয়ে দিয়ে লিখেছেন, ‘যত্ত🌞 সব ফালতু কথা।’
তবে নাহ। শিশু বিশেষজ্ঞরা কিন্তু সোনমের সঙ༒্গে সহমত। একজন চিকিৎসক লিখেছেন, সদ্যজাত ‘শিশুদের মধু খাওয়ানো হলে ইনফ্যান্টাইল বোটুলিজমে♊র ঝুঁকি থাকে। সোনম ঠিকই বলছে। এটা কোনও জাগরণের কথা নয়।’ আরও একজন লিখেছেন, ‘আমরা ভারতীয় চিকিৎসকরাও ১ বছরের আগে শিশুকে মধু খাওয়াতে না বলি।’ এভাবে আরও অনেকেই জানিয়েছেন, তাঁর শিশুর ক্ষেত্রেও চিকিৎসক একই পরামর্শ দিয়েছিলেন।
প্র📖সঙ্গত, গত বছর ২০ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন সোনম কাপুর। ছেলের নাম রাখেন বায়ু। মা হওয়ার পর আপাতত অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন সোনম কাপুর।