হলুদ-সাদা রঙের একটি বাড়ি, যাতে আবার নীল রঙের বর্ডার দেওয়া হয়েছে। এমনই একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আরও কয়েকটি ছবিতে বাড়ির সামনে কাছের মানুষদের সঙ্গে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় শ্রীলেখাকে। ছবিগুলি পোস্ট করে ঠিক কী লিখেছেন অভিনেত্রী?
কিছু আবেগতাড়িত হয়েই শ্রীলেখা লিখেছেন, ‘আমার বাপের বাড়ি বলাটা কি এখন ঠিক হবে..কে জানে..থাক এটা আমার বাড়ি, আমার মা-বাবার বাড়ি। এখানেই বেড়ে ওঠা..সেইসব। কিশোরীকাল থেকে বিয়ের পরদিন বাড়ি ছেড়ে চলে যাওয়া..বড্ড মায়া জড়িয়ে।’
এরপর স্মৃতির গলিতে নেমে অভিনেত্রী লিখেছেন, ‘এখনও মনে হয় যে মা বারন্দায় বসে ডাকছে আমার সোনামনি এসেছিস…আয় আয় উপরে আয়...আর বাবা ব্যস্ত গাড়িটা আমার কোথায় সাবধানে পার্ক করা যায় সেট নিয়ে…’
সব শেষে লিখেছেন, 'হায় রে মা বাবা..
আমার ভাই বাড়ির নতুন রং করিয়েছে পন্ডিচেরি স্টাইল, ভাল না?'
আরও পড়ুন-শাহরুখ যখন কলেজ পড়ুয়া, তখনও হননি 'কিং' খান, পুরনো দিনের স্মৃতিতে ভাসলেন কাছের বন্ধু