বলিউড ইনিংসের প্রথম বলে বাউন্সারের মুখে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘রাজকাহিনী’র হিন্দি রিমেক ‘বেগমজান’। তবে দ্বিতীয় বল যাতে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন, তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সামনে এল চমকে দেওয়ার মতো খবর, ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। ২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা সেরেছিল প্রযোজক সংস্থা ভায়াকম এইটিন, কিন্তু প্রকাশ্যে আসেনি পরিচালকের নাম। পরবর্তী সময়ে জানা যায়, ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়ার নির্দেশনায় তৈরি হবে মিতালির বায়োপিক। কিন্তু আচমকাই এই প্রোজেক্ট থেকে রাহুলকে আউট করে ক্যাপ্টেন হয়ে দলে ঢুকলেন সৃজিত। টুইট বার্তায় এই খবর ঘোষণা করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তবে কী কারণে এই রদবদল তা নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। গত বছর জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। মিতালির ট্রেডমার্ক স্ক্যোয়ার কাট খেলেছেন তাপসী। দুই চোখে দৃঢ় প্রত্যায় দলকে জেতানোর। ফ্লপি হ্যাট পরা তাপসীকে দেখে বোঝার প্রায় উপায় নেই যে সেটি মিতালি রাজ নয়।ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। করোনার কারণে থমকে ছিল এই প্রোজেক্ট, নতুন উদ্যমে ময়দানে নামবেন তাপসী, তবে এইবার দলের ক্যাপ্টেন বদল হল। এর আগে সোহিনি সরকারকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে হেপটাথেলন সোনাজয়ী বাংলার সোনার মেয়ে স্বপ্না বর্মণের বায়োপিক তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন সৃজিত। ক্রিকেটের প্রতিও তাঁর ভালোবাসা বরাবরের, বাঙালি পরিচালকের এই নতুন ইনিংস ঘিরে স্বভাবত উচ্ছ্বাস নেটমাধ্যমে।