জি বাংলার সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ দিয়ে সকলের মন জয় করে নিয়েছি⛎লেন অন্বেষা হাজরা। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর লম্বা বিরতি নেন মা♏স পাঁচেকের। আগের সিরিয়ালে থাকা ঋত্বিক মুখোপাধ্যায় কাজে ফিরলেও তাঁকে দেখা যাচ্ছিল না। ফলত বেশ চিন্তাতেই পড়েছিল অনুরাগীরা। মাঝে শোনা যায়, অন্বেষা ফিরবেন। তবে জি বাংলায় নয়, স্টার জলসায়। আর সেই খবরকে সত্যি প্রমাণ করেই সামনে এল প্রোমো। অন্বেষার নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা।
দুই বোনের গল্প নিয়ে সন্ধ্যাতারা। অন্বেষার নাম সন্ধ্যা। আর অমৃতা হলেন তারা। দুই বোনের খুব ভাব। বিধবা মা বড় করেছেন মেয়েদের। দেখা যাচ্ছে মেলায় চাল বিক্রি করছে মা। ক্রেতাকে বলছে, এমন চাল আর পাবে না, এ চাল আমার মেয়ে নিজে হাতে ফসল ফলিয়েছে। যার জবাবে ক্রেতা বলে, আমি যে জানতাম তোমার মেয়ে শহরের কলেজে পড়ে। তাতে মা জবাব দেয়, ওটা তো আমার ছোট মেয়ে তারা। আরও পড়ুন: আইফার ব্যাকস্টেজে ভিকি-কে ধাক্কা সলমনের নিরাপত্তারক্ষ🐻ীদের, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনার বর
এরপর দেখা যায় দুই বোন সন্ধ্যা আর তারাকে একসঙ্গে। সন্ধ্যা আর তারা দুজন দুজনকে কথা দিয়েছে মেলাতে তাঁরা তাঁদের মনের মানুষের সঙ্গে পরিচয় করাবে। এইসময়ই তারার ফোনে ফোন আসে একটা। সিরিয়ালের নায়কের সঙ্গে ফোনে কথা বলে জানতে চায় ‘তুমি কোথায়?’। বোনকে নিয়ে ౠমন্দিরে যায় সন্ধ্যা। ভগবানের কাছে প্রার্থনা করে, আমার তারাকে তুমি রাজপুত্রের মতো বর দিও। আর সেই সময়ই হলুদ পঞ্জ🎀াবি পরা নায়ক ঢোকে মন্দিরে। যার দিকে অপলকে তাকিয়ে থাকে দুই বোনই। সন্ধ্যা না তারা, কে পাবে মনের মানুষকে শেষমেশ?
অন্বেষার বিপরীতে নায়ক চরিত্রটি নতুন, নাম সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। শুরুতে শোনা গিয়েছিল এই সিরিয়ালে অন্বেষার নায়ক হতে পারেন রিজওয়ান রব্বানি শেখ মানে ‘নবাব নন্দিনী’র নায়ক। তবে তা হয়নি। ব🃏রং জায়গা করে নিয়েছেন এই সুদর্শন মুখ।
টেলিপাড়ায় একেবারেই পরিচিত মুখ নন সৌরজিৎ। মেদিনীপুরের ছেলে সৌরজিৎ অবশ্য বেশ কয়েকটি ౠমিউজিক ভিডিয়োয় কাজ করেছেন। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ টিমের অংশও সৌরজিৎ। পড়াশোনা করেছে লিলুয়ার ডন বক্স স্কুলে।
তবে প্রোমো দেখে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। একজন কমেন্টে লিখলেন, ‘দুই বোনের এক বর। ছোট বোন বর বোনের শত্রু হবে। এไকই কনসেপ্ট।’ আরেকজন লিখলেন, ‘টিআরপি কেমন হবꦑে কে জানে। প্রোমো তো খুব একটা ভালো লাগল না।’ কোন মেগার জায়গা নেবে সন্ধ্যাতারা? মেয়েবেলা না গুড্ডি?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )