প্রয়াত হলেন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের বাবা অভিনেতা কে ডি চন্দ্রন। বয়স হয়েছিল ৮৬। রবিবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর,বহুদিন যাবৎ কিডনিজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি।বেশ কিছুদিন ধরেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে সুধা চন্দ্রন সংবাদমাধ্যমকে জানিয়েছেন গত বেশ কিছুদিন ধরেই ডিমনেশিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা। স্মৃ🍒তি কাজ করছিল না ঠিকমতো। সেইমতো চলছিল চিকিৎসাও। সম্প্রতি, বাবার জন্মদিন উপলক্ষে নেটমাধ্যমে শুভেচ্ছাসহ একটি পোস্টও করেছিলেন সুধা চন্দ্রন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে একাধিক সাক্ষাৎকারে এই নৃত্যশিল্পী তথা অভিনেত্রী জানিয়েছেন তাঁর জীবনে বিরাট প্রভাব রয়েছে তাঁর বাবার। জীবনের সমস্ত প্রতিকূলতায় একমাত্র বাবা যে ত♎াঁর পাশে থেকে পথ দেখিয়েছেন সেকথাও অকপটে স্বীকার করেছেন 🦹সুধা। প্রসঙ্গত, প্রয়াত এই বর্ষীয়ান অভিনেতা যেমন কাজ করেছেন 'চায়না গেট',' হ্যাম হ্যায় রাহি প্যায়ার কে'-তে তেমনই তাঁকে দেখা গেছে অনিল কাপুর-মাধুরী দীক্ষিত অভিনীত 'পুকার' ছবিতেও।