শীঘ্রই মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তবে ছবি মুক্তির আগে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ജদেখলেন লেখিকা, সমাজসেবী সুধা মূর্তি। বিবেক অগ্নিহোত্রীর তৈরি এই ছবিকে 'হৃদয় স্পর্শকারী' ছবি বলে উল্লেখ করেছেন সুধা মূর্তি। ছবিতে COVID-19 এর ভ্যাকসিন তৈরিতে মহিলা বিজ্ঞানীদের প্রচেষ্টার কথা তুಌলে ধরার জন্য ছবিটির প্রশংসা করেছেন সুধা মূর্তি।
সুধা মূর্তি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি একজন মহিলার ভূমিকা বুঝতে পারিꦦ। কারণ একজন মহিলা হলে একাধারে মা, আবার স্ত্রী এবং তাঁরা আবার ক্যারিয়ারও রয়েছে। আপনার পরিবার এবং আপনার কাজের ভারসাম্য বজায় রাখা খুব কঠিন। তবে কিছু মানুষ ভাগ্যবান। আমার ক্ষেত্রে, আমার বাবা-মা উপরের তলায় থাকতেন, এবং আমি নীচে থাকতাম, যে কারণে আমি ভালোভাবে কাজটাও করতে পারতাম’।
সূধা মূর্তির কথায়, ‘একজন মไহিলার পক্ষে বাচ্চাদের নিয়ে ক্যারিয়ার চালানো মোটেও সহজ নয়। এজন্য পরিবারের সমর্থন প্রয়োজন। আ🎶মি সবসময় বলি, প্রতিটি সফল মহিলার পিছনে একজন সুন্দর বোঝাপড়া করার পুরুষ থাকেন, অন্যথায় তিনি কাজ করতে পারবেন না'।
আরও পড়ুন-রানের সঙ্গে ইতালিতে𒁃 কোয়েল মল্লিক, ছেলেไ কবীর কোথায়? প্রশ্ন নেটপাড়ার