দক্ষিণ কলকাতায় রয়েছে সুদীপা চট্টোপাধ্যায়ের রেস্তোরাঁ, নাম ‘সুদীপার রান্নাঘর’। তবে শুধু কলকাতার বুকে নয়, ওড়িশার পুরী শহরেও নাকি এই একই নামে সুদীপার একটি রেস্তোর🅘াঁ রয়েছে। আর সেখানেই নাকি খেয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। অভিযোগ জানিয়ে ফোনও এসেছে সুদীপার কাছে। তবে সত্যিই কি পুরীর ওই রেস্তোরাঁটা সুদীপার?
আজ্ঞে নাহ। পুরোটাই ভুয়ো। এদিকে বেআইনি ভাবে ‘সুদীপার রান্নাঘর’ রেস্তোরাঁর লোগো ব্যবহার করেই জগন্নাথধাম পুরীতে🎶 রমরমিয়ে রেস্তোরাঁর ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেউ বা কারা। শুধু পুরী কেন, একই কাণ্ড নাকি কলকাতার বিভিন্ন অঞ্চলেও ঘটেছে। খবর কানে যেতেই বেজায় চটেছেন অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। মঙ্গলবার ফেসবুকের পাতায় তাই লম্বা পোস্ট করেছেন সুদীপা।
কী লিখেছেন?
'পুরীর এই রেস্তোরাঁটির সাথে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নয়। এরা বেআইনিভাবে- আমার নাম,ও আমার পুরোনো রেস্তোরাঁর লোগ💮োও ব্যাবহার করছে। দীর্ঘদিন ধরে করছে। আমি প্রথমে ভেবেছিলাম- কিছু বলবো না…কেউ যদি আমার নামকে সন্মান দিয়ে দু-পয়সা রোজগার করে- তা তো ঈশ্বর ওনার জন্য স্হির করে রেখেছেন। আমি আটকাবো কে⭕ন? কিন্তু,বেশ কিছুদিন ধরে- অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর,এই সিদ্ধান্ত নিলাম যে,এটা আর চলতে দেওয়া যায় না। কারন,আগামীদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্হ হলে- সে দায় তো আমার ওপরও,খানিকটা বর্তায়?
তাই,আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে,আমার বিনীত অনুরোধ,কেউ যদি ওই রেস্তোরাঁর করণধারকে চেনেন- তাহলে,তাঁকে এ বিষয়ে অবগত করে,অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে বলুন। নয়তো,আমাকে আইনানুগ ব্যাবস্হা নিতে হবে- যা আমার একান্তই অনিচ্ছার।আমি একদমই কোনো ব্যাবসায়িক ক্ষতি চাই না। শুধু আমার নাম আর লোগো- তাঁরা আমার বিনা অনুমতিক্রম যেন ব্যাবহার না করেন।এই💞 মুহুর্তে কেউ পুরী বেড়াতে গেলে- যদি বন্ধু হিসাবে আমার এটুকু উপকার করেন- তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। জয় জগন🎃্নাথ।'
আরও পড়ুন-চান্দেরিতে ফের আতঙ্ক, আবারও আসছে 'স্ত্রী♔', দরজায় খ🧸িল এঁটেছেন পুরুষরা…
আরও পড়ুন-'এখনও ক্ষমা করিনি', শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করꩵেন সুচিত্রা
প্রসঙ্গত, একসময় জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরের সঞ্চালনা করতেন সুদীপা। ব্যক্তিগত জীবনেও সুদীপার রান্নার প্রতি অগাধ ভালোবাসা। আর স𝓰েখান থেকেই নিজের নানান রেসিপি নিয়ে খুলেছিলেন 'সুদীপার রান্নাঘর' নামে রেস্তোরাঁ। অভিনয়, সঞ্চলনা, রেস্তোরাঁর ব্যবসা ছাড়াও বর্তমানে সুদীপা শাড়ি ও আচারের ব্যবসাও করছেন।