হাতে আরমাত্র কয়েকট✱া দিন, ১লা মে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee), মানে ‘সোহাগ জল’-এর বেণী বৌদি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা, দীর্ঘদিন টেলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তাঁর হবু শ্বশুরবাড়ির সকলেই রাজনীতির জগতের মানুষ। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন সুদীপ্তা✨, তার আগে সিরিয়ালের সেটে খেলেন আইবুড়ো ভাত।
এই মুহূর্তে জি বাংলার ‘ꦕসোহাগ জল’ ধারাবাহিকে নেগেটিভ লিডে অভিনয় করছেন সুদীপ্তা। তাঁর আইবুড়ো উপলক্ষ্যে বুধবার সেটে ছিল বিশেষ আয়োজন। বাজছে বিয়ের সানাই, গাঁদাফুল দিয়ে সাজানো হয়েছে মেক-আপ রুমের অন্দর। টেবিলে মাটির পাত্রে সাজানো পঞ্চব্যাঞ্জন, নিয়ম-রীতি মেনে সুদীপ্তাকে আইবুড়ো ভাত খাওয়ালো অনস্ক্রিন শাশুড়ি, জা, ননদরা। ছিল ক্যামেরার পিছনের কলাকুশলীরাও।
উলু-শঙ্খধ্বনি কিছুই বাদ রইল না। জুঁইয়ের শাশুড়ি মা হাতপাখা হাতে হাওয়া করলেন বেণীকে। ওদিকে টিমের এই আয়💞োজন দেখে আনন্দে গদগদ সুদীপ্তা, গোলাপি রঙা ঢাকাই শাড়িতে ঝলমল করছেন হবু কনে, মাথায় জুঁইয়ের মালা, সঙ্গে সিলভারের নেকপিস আর কপালে ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক।
সুদীপ্তার আইবুড়ো ভাতের মেনু দেখলেই জিভে জল আসবে। ভাত, পাঁচ-রকম ভাজা, বড়া,শুক্তো, আলু পোস্ত, মাছের মাথা দিয়ে ﷽ডাল, লটে মাছের ঝুরা,এঁচোড় চিংড়ি, পাবদার ঝাল, চিক🦄েন, মাছের রেজালা, চাটনি, দই, পায়েস থেকে পান-- কিছুই বাদ নেই। সবচেয়ে বড় কথা এই প্রত্যেকটি খাবার নিজের হাতে করে বানিয়েছেন সোহাগ জলের কলাকুশলীরা, কোনওটাই রেস্তোরাঁ থেকে কিনে আনা নয়।
আরও পড়ুন- কৌশানির সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস🎃্ট, ‘লিডিং হিরো' বনিকে ইডি নিয়ে খোঁচাꦐ নেটিজেনদের
এই আয়োজনে মুগ্ধ সুদীপ্তা। বলেই ফেললেন, ‘এবার মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে। এতদিন মনে হত আসছে, হবে, হয়ে꧒ যাবে। কিন্তু আজ মনে হচ্ছে আমার বিয়েটা হচ্ছে, ধন্যবাদ সকলকে’। জুঁইয়ের শাশুড়ির প্রশ্ন, ‘একটু ভয় শুরু হল?’ লাজে রাঙা বেণীর উত্তর, ‘হ্যাঁ, প্রচণ্ড টেনশন। ভয় লাগছে’।
আর মাত্র দশ দিন। বিয়ের জন্য শ্যুটিং থেকে দিন কয়েকের ছুটি নেবেন সুদীপ্তা। তাই জমিয়ে চলছে শেষ মুহূর্🍸তের কাজ। বিয়ের দিন সাবেকি কনের সাজেই দেখা মিলবে তাঁর। বিয়ের মেনুতে বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই থাকছে। ২০২১ সালেই বিয়ের পর্ব সারার কথা ছিল দুজনে🐷র। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পিছিয়ে যায়। অবশেষে চার হাত এক হচ্ছে সৌম্য়-সুদীপ্তার।