শাহিদ কাপুরের জন্ম হয়েছিল ১৯৮১ সালে দিল্লিতে। অনেক ছোট বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন শাহিদ। অভিনেতা পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী, নৃত্যশিল্পী নীলিমা আজিমের ছেলে হলেন শাহিদ। তাঁর বয়স যখন মাত্র ৩, ঠিক তখনই পঙ্কজ-নীলিমার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর শাহিদের বাবা পঙ্কজ কাপুর দিল্লি ছেড়ে মুম্বই চলে আসেন। ১৯৮৮ সালে পঙ্কজ কাপুর যখন সুপ্র✨িয়া পাঠককে বিয়ে করেন, তখন শাহিদের বয়স মাত্র ৬। শহিদ অবশ্য সেসময় দিল্লিতে মা নীলিমা আর দাদু-দিদার(নীলিমার বাবা-মা) কাছেই থাকতেন। তাঁর দাদু-দিদা ছিলেন রাশিয়ান এক পত্রিকার স🦹াংবাদিক। তবে মায়ের সঙ্গে বিচ্ছেদ হলেও বাবার সঙ্গে শাহিদের যোগাযোগ ছিল নিয়মিত। প্রতিবছর ছেলের জন্মদিনটিতে তার সঙ্গে দেখা করতে যেতেন পঙ্কজ কাপুর।
এদিকে পরবর্তী সময়ে শাহিদের মা নীলিমা মুম্বইয়ে চলে আসেন, তিনি তখন অভিনেতা রাজের খট্টরকে বিয়ে করেন। ২০০১ সাল পর্যন্ত শাহিদ নীলিমা ও রাজেশের সঙ্গেই থাকতেন। 🍰এমনকি পাসপোর্টে শাহিদ খট্টর পদবীই ব্যবহার করেন ༺বলে জানা যায়। রাজেশের সঙ্গে নীলিমা আরও একটি সন্তানও রয়েছেন, ঈশান। এ তো গেল মায়ের পক্ষের কথা, বাবা পঙ্কজ কাপুর ও তাঁর দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া পাঠকের সঙ্গে কেমন সম্পর্ক শাহিদের? এবিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সুপ্রিয়া।
আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', কেনജ বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
শাহিদের সৎ মা সুপ্রিয়া পাঠক বলেন, ‘শাহিদ আমার ছেলের মতোই, ওর দুই ছেলেমেয়ে আমারই নাতি-নাতনি। ই নাতি-নাতনির সঙ্গে &nbsꦗp;আমার দারꦿুণ একটা সম্পর্ক রয়েছে। আসলে আমরা একটাই পরিবার। আমরা প্রত্যেকেই এই বন্ধনকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়েছি। আমরা সকলেই ভীষণ পরিবার-কেন্দ্রীক, সকলের সঙ্গে সুন্দর বন্ধন বজায় রাখাতেই বিশ্বাস করি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে, প্রজন্মের পর প্রজন্ম এই বন্ধন আরও দৃঢ় ও ঘনিষ্ঠ হয়। আমার মায়ের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, তার থেকেও আমার মেয়ের সঙ্গে আমার অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা সম্পর্ক।’
প্রসঙ্গত, শাহিদের বাবা পঙ্কজ কাপুর ও সৎ মা সুপ্রিয়া পাঠকেরও দুই সন্তান রয়েছে। ছেলে রুহান কাপুর, মেয়ে সানহা কাপুর। এদিকে কাজের ক্ষেত্রে সুপ্রিয়া🌌 তাঁর নতুন ছবি 'গ্যাংস্টার গঙ্গা'র প্রচার চালাচ্ছেন। সেই সুবাদেই বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন তিনি। সম্প্রতি ANI-কꦜে দেওয়া সাক্ষাৎকারেই শাহিদ কাপুরের সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে মুখ খোলেন সুপ্রিয়া।
এর আগে টুইঙ্কেল খান্নাকে সুপ্রিয়া পাঠক বলেছিলেন, শাহিদের বয়স যখন মাত্র ৬ তখন ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। ও ভীষণই মিষ্টি একটা শিশু ছিল। ওই বয়সেও শাহিদ কখনওই আমার সঙ্গে প্রতিবাদী ব্যবহার বা খারাপ আচরণ করেননি। আমরা পরে একে অপরকে পছন্দই করতম। আর সেই ধা♌রাই এখনও চলছে, বজায় আছে।