খাতায়-কলমে আজও 'বিবাহিত' স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ডিভোর্সের মামলার নিষ্পত্তি ২৩ বছর পরেও হয়নি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখে একথা জানালেন অভিনেত্রী। টলিউড তাঁকে চেনে স্পষ্টবক্তা হিসাবে। প্রেম, ভাঙা বিয়ে, সন্তান হোক বা অন্য কোনও বিষয়- সব কিছু নিয়েই বরাবর অকপট, অনায়স স্বস্তিকা। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে বিতর্ক হামেশাই সঙ্গে থেকেছে সন্তু মুখোপাধ্যায় কন্যার, সাহস নিয়ে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। টলিউডের গণ্ডি পেরিয়ে এখন আরব সাগর পারেও পরিচিত নাম স্বস্তিকা। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছ বিতর্কে। আরও পড়ুন-১৮-য় বিয়ে, দু-বছর পর বিচ্ছেদ! ভাঙা বিয়ে নিয়ে আফসোস আছে ‘একাꩲ মা’ স্বস্তিকার?
কখনও নায়ক তো কখনও কোনও নামী পরিচলকের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন ডানা মেলেছে। তবে একা মা স্বস্তিকা সব ঝড়ঝাপটা সামলেছেন নিজেই।১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। তখন তাঁর বয়স সবে ১৮! বাবা-মা'র পছন্দ করা পাত্রের সঙ্গে দেখাশোনা করে বিয়ে। তবে কয়েক বছরের মধ্য়েই তাল কাটে সম্পর্কে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। এরপর কেটেছে ২৩ বছর, কিন্তু স্বস্তিকা-প্রমিতের ডিভোর্স মামলা আজও আদালতে বিচারাধীন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান- ‘না, আমার ডিভোর্সটা এখনও হয়নি। তবে নিশ্চয় হবে। আমাদের বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে।’ স্বামীর কাছ থেকে কখনও কোনও খোরপোষ নেননি, একথা জানিয়ে স্বস্তিকা বলেন- ‘আমি সর্বোতভাবে চাই ডিভোর্সটা হোক। চাই এটা শেষ হোক, একটা⛦ নিষ্পত্তি ঘটুক, তবে এমন নয় এটা আমার জীবনকে কোনওভাবে প্রভাবিত করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স করতে চলে গেছে। যুদ্ধের অধিকাংশইটা আমি লড়ে ফেলেছি, জিতেওছি। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগে যাতে (ডিভোর্সটা) হয়ে যায়’।
কেন এত বছরেও মিটলো না ডিভো🌊র্সের মামলা? অভিনেত্রী জানান,'কিছু আইনি জটিলতা রয়েছে, এক আইনজীবীর থেকে আরেক আইনজীবী… এটা সেটা চলছে। আমরা হয়ত মন দিয়ে একটু অ্যাগ্রেসিভলি এর পিছনে পড়ে থাকা উচিত। আমার মা অনেকটা সামলাতেন। সত্যি বলতে আমি এর পিছনে একটুও সময় দিতে পারি না। আমার সত্যি সময় নেই।…. ঠিক করেছি একমাস সময় নেব, তারপর মন দিয়ে এই ব্যাপারটা সামলাব।'
একা হাতেই মেয়ে অন্বেষাকে মানুষ করেছেন স্বস্তিকা। এখন বিদেশে গিয়ে স্নাতোকত্তোরের পড়াশোনা করেছে ২৩ বছরের অন্বেষা। এত কম বয়সে বিয়ে, ভাঙা সংসারের যন্ত্রণা🎉- সবটা সামলে সফল কেরিয়ার গড়েছেন স্বস্তিকা। সিরিয়ালের সঙ্গে অভিনয় সফর শুরু স্বস্তিকার। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে হলেও🧸 ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠিন লড়াই লড়েছেন তিনি। কমার্শিয়াল এবং আর্ট হাউজ, দুই জঁর ছবিতেই দাপটের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা।