টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ▨মধ্যে তিনি অন্যতম। কখনও বোল্ড চরিত্র, কখনও মায়ের চরিত্র, কখনও আবার অন্য কিছু.... বারংবার অভিনয়, চরিত্রদের মাধ্যমে নজর কেড়েছেন তিনি। কার কথা বলছি? স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তিনিই এদিন ২০ বছর পার করে ফেললেন এই ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার।
আরও পড়ুন: প্রথম বিয়েতে সমস্যা, 'বন্ধু' কিরণের কঠিন সময়ে পাশে থাকতে গি༒য়েই প্রেমে পড়েন অনুপম? ব🍨ললেন...
টলিউডে ২০ বছর পার স্বস্তিকার
টলিউডে নায়িকা হিসেবে দেখতে দেখতে ২০ বছর কাটিয়ে ফেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দুই দশক বিনোদন জগতে মুখ্য মহিলা চরিত্র কাটানোর পর আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী। লিখলেন একটি বিশেষ বღার্তাও। সেখানেই তিনি জানালেন ২০০৪ সালের ২২ অক্টোবর তাঁর প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার ছবি মস্তান মুক্তি পেয়েছিল পর্দায়।
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর প্রথম নায়িকা হিসেবে ধরা দেওয়ার ছবি এবং টলিউডে এতগুলো বছর কাটানোর স্মৃতি হাতড়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মস্তান আমার প্রথম ছবি ছিল হিরোইন হিসেবে। ২০০৪ সালের ২২ অক্টোবর ছবিটা বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এটা একটা দোভাষী ছবি ছিল। দুটো ভাষায় মুক্তি পেয়েছিল। বাংলায় নাম ছিল মস্তান আর ওড়িয়ায় সুনা শঙ্খলি। মস্ত🐻ান থেকে বিজয়া আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি।'
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায় ২০০১ সালে হেমন্তের পাখি ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। কিন্তু মস্তান ছবিতে তাঁকে প্রথমবার নায়িকা হিসেবে দেখা যায়। তাঁকে শেষবার টেক্কা ছবিতে দেখা গিয়েছে। সেখানে তিনি ইরার চরিত্রে অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নতুন ভাবে নজর কেড়েছেন তিনি দর্শকদের। কেবল টলিউড নয়, এই দুই দশকে তিনি বলিউডেও দাপিয়ে কাজꦿ করেছেন।
আরও পড়ুন: 'আর কত নিচে নামবেন?' য🍌োনিপথ 'টাইট' করার ওষুধের বিজ্ঞাপনে ন𝓀িয়া শর্মা! ভিডিয়ো দেখেই তুলোধোনা নেটপাড়ার
কে কী বলছেন স্বস্তিকার এই পোস্টে?
এক ব্যক্তি লেখেন, 'কেবল আপনি নন। আমরা আপনার দর্শক হিসেবে অনেকটা পথ পেরিয়ে এসেছি। আপনাকে রুপোলি পর্দায় দাপিয়ে কাজ করতে দেখলে আলাদাই আনন্দ হয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই ছবিতে (মস্তান) আমি আমার মা বাবার সঙ্গে দেখতে গিয়েছিলাম। সেটাই প্রথম কোনও ছ🌊বি ছিল যেটা হলে গিয়ে দেখেছিলাম। তখন আমার মাত্র ৪ বছর বয়স। এখনও মনে পড়ে সেই দিনটা।'