জয়নগর কাণ্ডের পর এদিন টলিউডের অনেকেই প্রতিক্রিয়া জানালেন। আরজি কর কাণ্ডের রেশের মধ্যেই মাত্র ৯ বছর বয়সী এক বালিকাকে ধর্ষণ করে হত্যা করায় কেউই বিষয়টা মেনে ꦑনিতে পারছেন না। রীতিমত ক্ষোভে ফুঁসছে জনগণ। এমন অবস্থায় কী লিখলেন সুদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ?
কে কী লিখলেন?
সুদীপ্তা চক্রবর্তী এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমার মেয়েরও ন বছর বয়স হবে... আর একমাস পরে।' পদ্মনাভ দাশগুপ্ত লেখেন, 'একটা অদ্ভুত মানসিক অস্থিরতা। কলকাতা জুড়ে যে উৎসবের আলোর ফাঁকে ফাঁকে যে অন্ধকার সেখানে বারবার মেয়েটির কথা ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না। একটি মেয়ে হয়ত আমার ছেলের বয়সী। আমি তার মা বাবার কথা কেন ভাবছি কে জানে। আমার ছেলের জন্য কেন ভয় করছে? দুশ্চিন্তা হচ্ছে? কেন মন🌞ে হচ্ছে আমার পরিবারে কিছু হলে আমি কোথায় যাব? আমি শাস্তি চাই। আমি বিচার চাই। যদি না হয় আমি অসুস্থ হয়ে পড়ব।' সেই কথা সমর্থন করেন অভিনেত্রীও।
অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'এবার জয়নগরের বাচ্চাটির বয়স ১🃏০ বছর। আজ তৃতীয়া।'
বাদ যাননি অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যও। তিনি এদিন লে🃏খেন, '৯ বছর বয়স, ক্লাস ৪ এর ছাত্রী, রাজ্যে সুশাসন চলছে ? উনি উদ্বোধন করছেন, আসুন উৎসবে মাতি।' তাঁর পোস্টে শ্রীলেখা মিত্র লেখেন, 'আর পারা যাচ্ছে না পুলিশ প্রশাসন ফেল করছে বারবার।' ওঁর স্ত্রী তথা অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য লেখেন, 'উনি ♕বা ওঁরা রসিকতা আর মজা করছেন এসব নিয়ে … ২লাখ টাকা রেডি কাল বাচ্চা মেয়েটার বাড়িতে চলে যাবে আর পুলিশ সব প্রমান লোপাট করে দালালের কাজ করে ফেলেছে।'
আরও পড়ুন: 'চড় মারতে ইচ্ছে করছে...' হঠাৎ ক্ষেপে গেলেন কেন নুসরত? কী হল 🐬পুজোর আগে?
আরও পড়ুন: সারেগামাপায় তৃপ্তির গোপন ট্যালেন্টের কথা ফাঁস করলেন রাজকুমার! প্রমাণ দিতে কোন গান গ🎀াইಌলেন?
অনেকেই তারকাদের এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আর তারপরেও আমরা রাগে ফেটে পড়ছি না। বিচার চাইছি কোর্টে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ ............ তারিখ পে তারিখ।' আরেকজন লেখেন, 'কেন এই ফুটফুটে শিশ💜ুটার প্রাণ এত নির্মম ভাবে গেল। বেচারি হয়তো খুব চিৎকার করেছিল আমরা কেউ শুনতে পেলাম না। তার আর পুজোটা উপভোগ করা হল না।'