তিনি ঠোঁটকাটা। সোজা কথা স্পষ্ট করে বলতেই ভালোবাসেন। ঠিক বা ভুল নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে কখনওই দ্বিধা করেননা স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগেই পরিচালক অরিন্দম শীলকে নিয়ে মুখ খুলেছেন তিনি। ফের একবার পরিচালককে নিয়ে প্রকাশ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন স্বস্তিকা।
ঠিক কী বলছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
সম্প্রতি নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকাকে অরিন্দম শীলের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়? প্রসঙ্গত, পরিচালক বলেছেন, ‘এত বড় মুভমেন্ট, যেখানে যাওয়ার জন্য় কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। তাঁদের বন্ধুরাই সে সব কথা বলে বেড়াচ্ছেন’। অরিন্দমের সেই কথা ধরেই প্রশ্ন করা হয় স্বস্তিকাকে।
অভিনেত্রী শুরুতে বলেন, ‘আমি ওনার কোনও মন্তব্য নিয়ে কোনও কমেন্ট করতে চাই না।’ ফের বলেন, ‘ওনার, ওনারও শব্দটাও বলতে চাই না আসলে। অরিন্দম শীলের বিষয়ে এতজন মহিলা এগিয়ে এসেছেন, তাঁরা কোনও না কোনও সময় হেনস্থার মুখে পড়েছেন। তাঁদের কাছে সুযোগ নেওয়া হয়েছে। আইনিভাবে কী হয়েছে, বা কী হবে, সেটা যাই হোক না কেন, ওই মহিলাগুলোর কথা তো আর মিথ্যে নয়। তাঁরা পাবলিক ফোরামে অভিযোগ জানিয়েছেন, থানায় কিংবা আর্টিস্ট ফোরামে। তাঁদের আমরা সকলেই চিনি, তাঁরা নিয়মিত কাজ করছেন। আর অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে আমি কোনওদিনও কাউকে শুনিনি।’
আরও পড়ুন-বক্স অফিসে মন্দ ব্যাটিং করছে না অক্ষয়ের কেশরী ২, ছবির আয় কত? জাট ও সিকন্দরের কী হাল?
স্বস্তিকার কথায়, ‘ইন্ডাস্ট্রিতে হয়ত অনেকেই আছেন, যাঁরা ওঁর সামনে ভালো কথা বলে। তবে পিছন ঘুরলেই ওকে গালাগাল দেয়। আমি কখনও শুনিনি ওকে নিয়ে কেউ ভালো কথা বলেছেন। এমন অনেক ঘটনা আছে, যেখানে উনি লোককে কাজ করিয়ে পয়সা দেননি। তাই ওটা নিয়ে উনি কি মনে করছেন না করছেন, সেটা নিয়ে আমার বা আর কারোরই গ্রাহ্য করার প্রয়োজন আছে বলে মনে হয় না। উনি কার থেকে কী ফায়দা নিয়েছে, সেটা ওনার হিসেব করা উচিত। তারপর ডাক্তারি মোমেন্টে কে কী করেছেন সেটা ভাবা যাবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘মানুষের অন্তত সে ধৈর্য ছিল, সৎ সাহস ছিল যে তাঁরা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে। এইসব নিয়ে আর যেই কথা বলুক না কেন, অরিন্দম শীলের কথা বলা উচিত নয়।’