‘শিবপুর’ বিতর্ক এখন অতীত। এবার পরিচালক অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আসতে চলেছে নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’। এবারও পরিচালকের সঙ্গী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একাবলী খান্না। থাকছেন, রাজদীপ সরকার ও প্রদীপ ধর। ইতিমধ্যেই সামনে এসেছে অ্যাকশন ও রহস্যে ভরপুর, মোশন পোস্টার। কী আছে সেই পোস্টারে?
দেখা যাচ্ছ, হঠাৎই অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ে একটা হাত। তার হাতের মুঠো খুলে যেতেই ছিটকে পড়ল ওষুধ। উপরে ফুটে ওঠে দুর্গাপুর জংশন লেখাটি। আর ব্যকগ্রাউন্ডে তখন বাজছে রহস্য-রোমাঞ্চে ভরা অদ্ভুত একটা মিউজিক। যেটি শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ক্যাপশানে লিখেছেন, ‘ট্র্যাকগুলি সেট করা হয়েছে, এবার যাত্রা শুরু! দুর্গাপুর জংশনের অফিসিয়াল মোশন পোস্টার উপস্থাপন করা হচ্ছে! সঙ্গে থাকুন!’
আরও পড়ুন-দিব্যি পড়তে-লিখতে পারেন বাংলা, মজুমদার থেকে গুলজার হয়েও মাতৃভাষাকে ভোলেননি রাখি
আরও পড়ুন-পিসতুতো ভাইয়ের মেহেন্দি, পিসিমা রীমার সঙ্গে জমিয়ে নাচ রণবীর-করিনার