সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জনরোষ যেন কমার নামই নিচ্ছে না! এর আগ🐓ে মুখ খুলেছিলেন শ্রীলেখা মিত্র। আর এবার প্রতিক্রিয়া দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফেসবুক꧟ে তিনি লম্বা পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবনা। Accidentally যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ এবং খুন কোনও, দুর্ঘটনা নয়। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ - রেপ এবং খ🍒ুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে/ করে । জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’
আরও পড়ুন: আরজি কর কাণ্ডকে বলেন ‘বিচ্ছি🍰ন্ন ঘটনা’𝓡, জনতার রোষে মেয়ে সানা! ফের মুখ খুললেন সৌরভ
স্বস্তিকার এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘কয়েকজন অভিনেত্রী পেট চলবেনা সেই ভয়ে নাটকের পর নাটক করে যাচ্ছেন আর কয়েকজন দৃঢ়ভাবে প্রতিবাদ করে যাচ্ছেন প্রথম থেকে। পার্থক্যটা শিরদাঁড়ার’। দ্বিতীয়জন লেখেন, ‘অনেꦬক ধন্যবাদ এইভাবে এতখানি সাপোর্ট করার জন্য, সত্যি একই প্রোফেশনাল এ থেকেও আপনি কতটা আলাদা সবার থেকে, সেটা দেখেই আপনার প্রতি আরো শ্রদ্ধা বাড়ে।’ তৃতীয়জন লেখেন, ‘ওনার কাছে এমন শুনতে হবে আশা করিনি। সম্মান পেতে সময় লাগে, হারাতে ১ সেকেন্ড।’
যদিও শনিবারই নিজের বক্তব্য বদল এনেছেন সৌরভ গঙ্গোপাধ্য🅠ায়। এদিন তিনি সাংবাদিকদের সামনে মুখ খুলে বলেন আরজি করের মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণ নিয়ে তাঁর করা মন্তব্যের ‘ভুল ব্যাখ্য়া’ করা হয়েছে।
শনিবার তিনি বললেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরত🥂ে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে꧙ মানুষ একশোবার ভাবে।’
এর আগে সৌরভ দিন দুই আগে বলেছিলেন, ‘একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জ♛ঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’