এবারের পুজোয় মুক্তি পাওয়া ৩ বাংলা ছবির মধ্যে লড়াই জমে উঠেছে। টেক্কা এবং বহুরূপী তো একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে। ৩ দিন পর কোন ছবির আয় কোথায় দাঁড়িয়ে। দেবই বা অষ্টমীর রাতে কী জানালেন ভক্তদ💟ের?
আরও পড়ুন: ৬৫০০ -এর ব্র্যান্ডে🐓ড টি⛄শার্ট পরে প্রতিবাদ দেবাশীষের! সত্যি প্রকাশ্যে আনলেন সুদীপ্তা - মেঘনীলরা
টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী ছবি কে কত আয় করল?
প্রথম তিন দিনের পর বহুরূপী ছবিটি ২ কোটি টাকার বেশি আয় করেছে। পুজোয় মুক্তি পাওয়া ৩ বাংলা ছবির মধ্যে এগিয়ে আছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিটি। তারপর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা। দেবের ✤ছবিটি ৩ দিনে বক্স অফিসে ১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। আর এই কথা খোদ দেব জানিয়েছেন। অন্যদিকে শাস্ত্রী ছবি♛টি বেশ অনেকটাই পিছিয়ে আছে। এটা বক্স অফিসে মাত্র ২৫ লাখ টাকা আয় করেছে।
টেক্কা এবং বহুরূপী ছবিটির ব্যবসা দেখে মুগ্ধ এক্সিবিটর এবং হল মালিক অরিজিৎ দত্ত। তিনি জানিয়েছেন, 'একজন এক্সিবিটর হিসেবে 🌠বলছি দ💮ুটো বাংলা ছবিই বক্স অফিসে দারুণ ভালো চলছে। বহুরূপী এবং টেক্কা।'
কী লিখেছেন দেব?
দেব এদিন টেক্কা ছবিটির একটি পোস্টার পোস্ট 🌌করে লেখেন, 'এটা একটা ব্লকবাস্টার অস্ট♔োনি ছিল ৭০ টির বেশী হাউজফুল শো সহ।'
টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী প্রসঙ্গে
প্রসঙ্গত বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী ৩ টি ছবিই গত ৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছে। টেক্কা ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। দুর্দান্ত টুইস্টে ভরা ছবিটি দারুণ নজর কেড়েছে দ꧋র্শকদের। অন্যদিকে বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। শাস্ত্রী ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অভিনয়ে আছেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়। এখানে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াই দেখানো হয়েছে।