ওটিটি প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে 'দ্য ফ্যামিলি ম্যান ২'। ইতিমধ্যে সিরিজে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে মনোজ বাজপেয়ী, সামান্তা আক্কিকেনির মতো অভিনেতারা। সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাহাব আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয় মুখ খুললেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বইয়ের ফ্ল্যাট পর্যন্ত ছাড়তে হয়েছে তাঁকে বলে জানিয়েছেন।সিরিজে সাজিদের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। প্রথম এবং দ্বিতীয় দুই মরশুমে অভিনয় করেছেন তিনি। তবে দ্বিতীয় মরশুমে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। সিরিজে তাঁর ও সামান্তা আক্কিকেনির রসায়ন মনে ধরেছে দর্শকদের। সাহাব জানিয়েছেন, সিরিজ মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বইয়ে থাকা দায় হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লির পারিবারিক বাড়িতে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন বলে জানান। তিনি আশাবাদী, 'দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের সাফল্যের পর কাজের অফার পাবেন।অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল দিল্লির বাসিন্দা সাহাবের। আর্থিক সমস্যার জেরে প্রথম একবছর সাংবাদিক হিসেবে কাজ করেন। অভিনয় স্বপ্ন, মা'কে জানাতেই, মায়ের সাহায্যেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই মুম্বইয়ে পাড়ি। রঙ্গমঞ্চ থেকে অভিনয় সফর শুরু, ব্রডওয়ে স্টাইল মিউজিক্যাল ‘জাঙ্গুরা’ এবং ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয়। পারিশ্রমিকে কোনো মতে দিন কাটাচ্ছিলেন তিনি। অতিমারীর কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অভিনেতা।মুম্বই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’র কাজ শেষ হয়ে গিয়েছিল। ওয়েব সিরিজ মুক্তির পর প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজের অফার রয়েছে সাহাবের হাতে। ভবিষ্যতে আরো কাজ পাবেন বলে আশাবাদী তিনি।