‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক অস্বস্তিতে মমতা সরকার। গত সোমবার এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জ💮ারি করে জানানো হয়, ‘এই ছবি রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে’। বাংলার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। শুক্রবার সেই আবেদনের শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলেছে শুনানি। কেন বা𒉰ংলায় নিষিদ্ধ এই ছবি? জবাব চেয়ে রাজ্যকে নোটিশ ধরালো দেশের শীর্ষ আদালত। বাংলার পাশাপাশি তামিল নাড়ু সরকারকেও নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। তিনি জানান, ‘এক রাজ্য কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে, অপর রাজ্য সিনেমাটোগ্রাফ অ্যাক্টের ক্ষমতা ব্যবহার করেছে’। বাংলায় জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সওয়াল করেন হরিশ সালভে। এদিন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। 'ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে রাজ্যের হাতে' এমন দলিল দেন সিংভি। যদিও তা ধোপে টেকেনি। প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, ‘দে🔯শের অন্যান্য অংশেও এই ছবি মুক্তি হয়েছে। পশ্চিমবঙ্গ তাদের চেয়ে আলাদা নয়….তাহলে কি এটা অন্যত্র মুক্তি পেত? পশ্চিমবঙ্গের যা ডেমোগ্রাফিক প্রোফাইল সেই একই প্রোফাইলের সমস্ত রাজ্যে এই ছবি নির্বিঘ্নে প্রদর্শিত হচ্ছে। এর সঙ্গে সিনেম্যাটিক ভ্য়ালুর কোনও লেনাদেনাই নেই, ছবি তো ভালো-খারাপ হতেই পারে’।
এরপর প্রধান বিচারপতি জানান, ‘শুনানি সম্পূর্ণ না হলে এবং রাজ্যের তরফে জবাব না পেলে কোনওরকম স্থগিতাদেশ জারি করা যাবে না’। আগামী বুধবার অর্থাৎ ১৭ই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে এই ছবির মুক্তি আটকাতে একাধিক মামলা দাখিল হয়েছিল। আবেদনকারীদের সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদꦅিন মমতা সরকারের কৌঁসুলি প্রশ্ন তোলেন, কেন এবারও তেমনটা ঘটবে না? যদিও সেই আবেদনে কান দেননি প্রধান বিচারপতি।
তামিলনাড়ু সরকার এই ছবিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষিত না করলেও সেই রাজ্যের কোনও থিয়েটারে এই ছবি প্রদর্শিত হচ্ছে না, আর সেই সিদ্ধান্ত নিয়েছে💯ন হল মালিকরা। একাধিক সংগঠনের থেকে হুমকি পেয়ে নিরাপত্তার অভাবে ছবি দেখানো হচ্ছে না, এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর থিয়েটার ওনার্সরা। ছবি প্রদর্শনের জন্য উপযুক্ত নিরাপত্তা প্রদান করতে হবে রাজ্যকে, এমন দাবি ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের। সেই ম𝐆র্মে এমকে স্ট্যালিন সরকারকেও নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত সোমবার বিকালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে 🌜জানানো হয়, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ' দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখা𝓀নো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত'।