12th Fail-এর অভাবনীয় সাফল্যের পর এখন বলিউডের ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছেন বিক্রান্ত মাসে। বিধু বিনোদ চোপড়ার ছবির নাম যতই ‘টুয়েলভথ ফেল’ হোক না কেন বক্স অফিসে কিন্তু দুর্দান্ত রেজাল্টের সঙ্গে পাশ করেছে ছবিটি। এদিকে এই ছবির সাফল্যের পর বিক্রান্তের কাজের ঝুলিটা এখন বেশি ভারী। শীঘ্রই রাজু হিরানির সঙ্গেও একটা OTT প্রকল্পে কাজ করতে চলেছেন বিক্রান্ত। আর এবার একতা কাপুরের ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতেও দেখা যাবে বিক্রান্ত মাসেকে, যে ছবি ২০০২ সালে ‘গুজরাটে ♏সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও 'গুজরাটে সাম্প্রদায়িক হিংসা’কে প্রেক্ষাপট করে তৈরি হবে বলে জানা যাচ্ছে।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি X- হ্যান্ডেলে লিখেছেন, ‘একতা কাপুর ‘সবরমতি রিপোর্ট’ এর ঘোষণা করেছেন… কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বিক্রান্ত মাসে... #Ektaa Kapoor যে ছবির ঘোষণা করেছেন সেটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০০২ সাালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা করেছিল সবরমতি এক্সপ্রেস। আর ছবির নাম The Sabarmati Report.। ছবিতে বিক্রান্ত মাসে ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা, ছবিটি পরিচ🃏ালনা করছেন রঞ্জন চন্দেল। ২০২৪-এর ৩ মে-এ ছবিটি মুক্তি পাবে।’
ব൲ালাজি ফিল্মসের কর্ণধার একতা কাপুর নিজেꦺও ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটির কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন।
এদিকে সিনেমাপ্রেমীরা এই ছবির কথা জেনে উচ্ছ্বসিত, তাঁরা এই ছবির বক্স অফ💯িস সাফল্যের ভবিষ্যদ্বাণী করে ফেলেছন।