সদ্যই মুক্তি পেয়েছে দ্য সবরমতী রিপোর্ট। ১৫ নভেম্বর বক্স অফিসে আ🤡সতেই নামমাত্র অঙ্ক দিয়ে পথচলা শুরু করল দ্য সবরমতী রিপোর্ট। এই ছবিটি গোধরা জ্বলন্ত ট্রেন কেসের উপর নির্মিত। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে মুখ্য ভ🅺ূমিকায় দেখা হচ্ছে রাশি খান্না, ঋদ্ধি ডোগরা, প্রমুখকে। প্রথমদিন কত আয় করল বক্স অফিসে?
আরও পড়ুন: অবশেষে স্লট পে൩ল মিত্তির বাড়ি! আদৃতের ধারাবাহিক কবে থেকে কোন সময়ে দেখা যাবে? থামছে কোন মেগা?
দ্য সবরমতী রিপোর্টের বক্স অফিস কালেকশন
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে বক্স অফিসে দ্য সবরমতী রিপোর্ট ছবিটি বক্স অফিসে প্রথম দিন মাত্র ১ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। নামমাত্র মূল্য দি🍃য়ে খাতা খুললেও ১২ ফেল ছবিটির প্রথমদিন বক্স অফিস আয়কে ছাপিয়ে যেতে পেরেছে এই ছবিটি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবিটি বক্স অফিসে মুক্তি পেতে মাত্র ১ কোটি ১০ লাখ টাকার ব্যবসা কꦛরেছিল। তবে কি দ্য সবরমতী রিপোর্টও ১২ ফেলের মতোই ধীরে ধীরে আয় বাড়াবে বা জনপ্রিয় হবে? উত্তরটা সময়ই দেবে। শুক্রবার, ১৫ নভেম্বর ১৬.৭৪ শতাংশ অকুপেন্সি ছিল দ্য সবরমতী রিপোর্ট ছবিটির।
✱প্রসঙ্গত বিক্রান্ত মাসে অভিনীত ছবিটি এদিন দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ধীরজ সরনা ছবিটির পরিচালনা করেছেন। প্রযোজনা করেছে শোভা কাপুর এবং একতা কাপু🅷রের বালাজি মোশন পিকচার্স।
দ্য সবরমতি রিপোর্ট প্রসঙ্গে
বিক্রান্ত দ্য সবরমতি রিপোর্টে একজন হিন্দি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সবরমতি রিপোর্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসের S6 কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিনেমায় একজন হিন্দি সাংবাদিককে ভূমিকায় অভিনয় করেছে🍸ন বিক্রান্ত, যিনি গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা করেন।
আরও পড়ুন: প্রেমের জল্পনায় সিলমোহর সইফ - পুত্রের? মালদ্বীপ থেকে একই সময় একই সঙ্গে ছবি পো🌳স্ট পলক - ইব্রাহিমের