যশরাজ ফিল্মস, কিংবদন্তি পরিচালক যশ চোপড়া ও তাঁর উত্তরাধিকার নিয়ে ডকু-সিরিজ 'দ্যা রোম্যান্টিকস' বানিয়েছেন পরিচালক স্মৃতি মুন্ধরা। নেটফ্লিক্স-এ ৪ টি পার্টে আসা এই ডকু-সিরিজটি এখন গোটা দেশের বিনোদন দুনিয়ায় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই ডকু সিরিজটি হয় আদিত্য চোপড়ার সাক্ষাৎকার ছাড়া সম্পূর্ণই হত না। তবে আদিত্য চোপড়া ক্যামেরার সামনে আসতে চিরকালই নারাজ। তিনি একেবারেই ক্যামেরার সামনে স্বচ্ছন্🔯দ্য বোধ করেন না। তবে যশরাজ ফিল্মসের অন্যতম প্রযোজক আদিত্য চোপড়াকে ক্যামেরার সামনে এনে সেই অসাধ্য সাধন করেছেন পরিচালক স্মৃতি মুন্ধরা। সম্প্রতি সেবিষয়েই কথা বলেছেন পরিচালক।
'দ্যা রোম্যান্টিকস'-এর হাত ধরে প্রথমবার পর্দার আড়াল থেকে বের হয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন আদিত্য , জানিয়েছেন বাবার সঙ্গে জড়িয়ে থাকা তাঁর ছোটবেলার স্মৃতি, সিনেমা তৈরি করা শেখা। পরিচালক স্মৃতির কথায় এই ডকু সিরিজটি ভারতীয় সিনেমার দর্শকদের নস্টা𒅌লজিক করে তুলবে। ইতিমধ্যেই ডকু সিরিজটি নিয়ে দর্শকদের বেশ ভালোই সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন স্মৃতি। জানিয়েছেন, এই সিরিজে আমিতাভ বচ্চন থেকে শাহর🧸ুখ খান সকলের ভাবনাই উঠে এসেছে। রয়েছে ঋষি কাপুরের শেষ সাক্ষাৎকার। স্মৃতি জানিয়েছেন এটা বানাতে তাঁর প্রিয় তিন বছরেরও বেশি সময় লেগেছে। তবে ভীষণ ঠাণ্ডা মাথায় রিসার্চ করতে হয়েছে তাঁকে।