রবিবার, ২৬ মে মধ্যরাতে ল্যান্ডফল হয♏় ঘূর্ণিঝড় রেমালের। তবে তার বেশি কিছু আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল এই ঝড়ের দাপট। এরপর গোটা সোমবার ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে গিয়েছে, বাদ যায়নি ঝড়, দমকা হাওয়া। বিস্তীর্ণ এলাকায় জল জমেছে, কোথাও কোথাও গাছ উপড়ে গিয়েছে। এর মধ্যেও থেমে থাকল না টলিউডের কাজ। রেমালের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে গেলেন টলি পাড়ার কর্মীরা।
পাভেল তাঁর আগামী ছবি পরান যাহা চায় ছবির শ্যুটিং করছেন। কিন্তু ঝড়ের দাপট দেখে তিনি এদিন শ্যুটিং রাখেননি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় একাধিক বর্ষীয়ান অভিনেতা যেমন পরাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী আছেন। তাই তাঁদ⭕ের স্বাস্থ্যের কথা ভেবে তিনি এদিনের শ্যুটিং বাতিল করেন। কেবল পাভেল নন, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত টেক্কা ছবির শ্যুটিংও এদিন বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: পরীমনি অতীত🧸, 🐠শাকিবের প্রাক্তন স্ত্রী বুবলিকে বিয়ে করলেন শরিফুল রাজ! ব্যাপারটা কী?
তবে এদিন ঘূর্ণিঝড়ের মধ্যেও অনিরুদ্ধ রায়চৌধুরী 🦄তাঁর আগামী ছবি ডিয়ার মা সিনেমার শ্যুটিং চালিয়ে যান। তাঁর এই ছবিতে দেখা যাবে জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, প্রমুখরা। এদিন এই পরিস্থিতিতে কাজ করার প্রসঙ্গে পরিচালক জানান, 'আমি একা ছবি তৈরি করব না। অনেক মানুষ মিলে কাজটা করছেন। বর্তমান আমরা একটা মেজাজে চলে এসেছি। তাই এখান থেকে এখন বেরোনো মুশকিল।'
আরও পড়ুন: জটিলতা কাট🌸িয়ে রানি আজ ডাক্তার, দুর্জয়ও ফিরল শহরে, দুজনে আবার কি কাছে আসবে? নাকি জিতবে ষড়যন্ত্র
কেবল সিনেমা নয়, এদিন ജবেশ কিছু ধারাবাহিকের শ্যুটিং চলে। জি বাংলার অষ্টমী, কে প্রথম কাছে এসেছি, জগদ্ধাত্রী, যোগমায়া, ইত্যাদি ধারাবাহিকের শ্যুটিং চলেছে। বাদ যায়নি স্টার জলসার একাধিক মেগাও। উড়ান, রোশনাই, গীতা এলএলবি সহ একাধিক মেগার শ্যুটিং চলেছে। আবার অনেক ধারাবাহিকের শ্যুটিং বন্ধও ছিল।