৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের 🤡চরিত্রে ফিরছেন সলমন। ১২ নভেম্বর দিওয়া🍷লিতে মহাধামাকার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এদিকে ৫ নভেম্বর থেকেই শুরু হয়েছে সলমনের ছবির (Tiger 3) অগ্রিম বুকিং। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে কত টাকা আয় করল Tiger 3?
জানা যাচ্ছে, প্রথম দিনের বুকিংয়ে ৪.২ কোটি টাকা আয় করেছে সলমনের ছবি। Sacnilk.com দ্বারা রিপোর্ট করা প্রাথমিক অনুমান ইতিমধ্যে (Tiger 3)র প্রায় ১৪০০০০ টি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিংয়ে ৭,৩৯২টি শো থেকে আয় হয়েছে। ফিল꧋্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও টাইগার 3-এর অগ্রিম বুকিং সম্পর্কে একটা আপডেট শেয়ার করেছেন। তিনি রবিবার সন্ধ্যায় টুইট করে জানান, 'এক্সক্লুসিভ… জাতীয় চেইনে টাইগার 3 অগ্রিম বুকিং স্ট্যাটাস… দ্রষ্টব্য: [রবিবার] প্রথম দিন ব্যবসা…পিভিআর-আইনক্স: ৪৭,০০০ সিনেপোলিস: ৯,১০০। মোট: ৫৬,১০০ টি টিকিট বিক্💖রি হয়েছে। ছবি মুক্তি পেতে এখনও ৭ দিন বাকি।
আরও পড়ুন-মণীশ মাꦏলহোত্রার দিওয়ালি༺ পার্টিতে ঐশ্বর্য, এলেন সলমনও, দুজনের দেখা কি হল?
আর𝐆ও পড়ুন-'স্বামী অসুস্থ, আপনারা মা-ছেলে খেলা দেখছেন!' ইডেনে সুদীജপাকে দেখে ফের ট্রোলিং নেটপাড়ার