গত আড়াই বছর ধরে একটানা প্রায় টিআরপি তালিকায় রাজত্ব করেছিল মিঠাই। তবে সেই ধারাবাহিক শেষ হয়ে আসে ফুলকি। এমনকী মিঠাইয়ের সেট ভেঙেই তৈরি হয়েছিল ফুলকি-র সেট। এমনকী, মিঠাই আর ফুলকির পরিচালক থেকে ফোটোগ্রাফারও এক। দুটো ধারাবাহিকই জি বাংলা প্রোডাকশনের। সেই থেকে অনেকেই ভেবেছিলেন টিআরপি তালিকায় টপার হবে এই মেগাও। মিঠাই-এর মতোই ভালোবাসা পাবে দর্শকের থেকে। প্রথম সপ্তাহ থেকেই কিন্তু টিআরপির সেরা পাঁচে অভিষেক বসু ও দিব্যানি মণ্ডলের এই সিরিয়াল। শুধু তাই নয়, প্রথম তিনে জায়গা ধরে রেখেছে। অনেকেই ভেবেছিলেন রোহিতের সঙ্গে ফুলকি-র বিয়ের পর হয়তো বেঙ্গল টপার হবে এই 🌠সিরিয়াল, তবে তা হল না। বরং, চলতি সপ্তাহেও থাকতে হল তিন নম্বরেই।
টপার এবারেও অনুরাগের ছোঁয়াই। স্টার জলসার এই ধারাবাহিকের ধারেকাছে পৌঁছতে কালঘাম ছুটছে জি বাংলার। অনুরাগের বিরুদ্ধে একের পর এক নতুন মেগা এনেও, জনপ্রিয়তার শিখর থেকে এক চুল টলানো সম্ভব হয়নি। তবে এবারে কিন্তু অনুরাগের ঘাড়ে নিশ্বাস ফেলছে জি বাংলার টপার সিরিয়াল জগদ্ধাত্রী। অনুরাগ পেয়েছে ৮.৯, আর জগদ্ধাত্রী ৮.৪। তফাৎ মাত্র .৫-এর। গত সপ্তাহেও জগদ্ধাত্রীর নম্বর ছিল সাতের ঘরে। আরও পড়ুন: নবনীতার সঙ্গে ꦺবিচ্ছেদের পর 𒈔‘অবসাদে’ ভুগছেন? সোজাসাপটা জবাব জিতুর
চার নম্বর পজিশন ধরে রেখেছে রাঙা বউ ৭.৩ টিআরপি-র সঙ্গে। এদিকে জলসার পঞ্চমী কিন্তু অনেকটাই পিছিয়ে। নম্বর মাত্র ৫.৬। স্লট লিডার জি বাংলার নিম ফুলের মধুও। চলতি সপ্তাহের নম্বর ৭.২। সেখানে সেই সময় জলসায় আসা বাংলা মিডিয়াম এবার পেয়েছে ৬.২। আরও পড়ুন: হিন্দু থেকে হয়েছেন ম🅘ুসলিম! রহমানের দাবি, ‘ইসলাম আমায় মা🐎নসিক শান্তি দেয়’