একদিন পাওনাদারদের হাতেই খুন হয়ে যায় সুমিতার স্বামী সুপ্রতিম। ধর্ষণ করা হয় সুমিতাকে, সে পাগল হয়ে যায়। কিন্তু তারপর? সুমিতা কি সুস্থ জীবন🦹ে ফিরতে পারবে? প্রাক্তন ঋজু কি তাঁর জন্য আর এগিয়ে আসবে? এ নিয়ে এগোবে 'সিঁড়ি'র গল্প।
ছোটবেলায় বাবাকে হারিয়ে মামাদের দয়াতেই বড় হয়েছে সুমিতা। বড় হয়ে কল সেন্টারে কাজ জুটিয়ে ফেলে সে। তারপর থেকে কলকাতাতেই থাকা শুরু করে। আলাপ হয় সপ্তকের সঙ্গে। তবে সপ্তকের থেকে সুমিতার উচ্চাকাঙ্খা অনেক বেশি। যে কোনও উপায়ে সে উপরে উঠতে চায়। তাতে খারাপ পথ বেছে নিতেও পিছপা হয় না সে। সপ্তক জানত🐻ে পারলে সেই প্রেম ভে🙈ঙে যায়। এমনই একটি গল্প নিয়ে আসতে চলেছে অভিজিৎ নায়েকের পরিচালনায় নতুন ছবি 'সিঁড়ি'।
‘সিঁড়ি’তে কেন্দ্রীয় চরিত্র 'সুমিতা'র দেখা যাবে অভিনেত্রী ত🍸ুহিনা দাসকে। হ্যাঁ, অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ'-এর নায়িকা 'বৃন্দা', তুহিনা দাসের কথাই বলছিলাম। আবার এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন 'বউ কথা কও' ধারাবাহিকের নায়ক ঋজু দাস।
ছবির গল্পে দেখা যাবে উপরে উঠতে এইচআর সুপ্রতিমের সঙ্গে প্রেম করতে শুরু করে সুমিতা (তুহিনা) তারপর তাঁদের বিয়েও হয়। এদিকে সুমিতাকে খুশি রাখতে এক🃏েরপর এক ভুল কাজ কর থাকেন সুপ্রতিম। তাঁর চাকরি চলে যায়। এরপর ধার-বাকিতে সংসার চলতে শুরু করে। তারপর একদিন পাওনাদারদের হাতেই খুন হয়ে যায় সুপ্রতিম, ধর্ষণ করা হয় সুমিতাকে, সে পাগল হয়ে যায়। কিন্তু তারপর? সুমিতা কি সুস্থ জীবনে ফিরতে পারবে? প্রাক্তন ঋজু কি তাঁর জন্য আর এগিয়ে আসবেন? এ নিয়ে এগোবে 'সিঁড়ি'র গল্প। ছবির গল্পে বিভিন্ন লুকে দেখা যাবে অভিনেত্রী তুহিনা দাসকে। এই ছবিতে তুহিনাকে প্রথমবার প্রস্থেটিক মেকআপে ষাটোর্ধ্ব মহিলার চরিত্রে দেখা যাবে। তুহিনা দাস বলেন, ‘এই ♋ছবিতে আমার কাছে চরিত্রটা চ্যালেঞ্জিং। এখানে প্রথমবার আমি তিনটে বয়সের চরিত্রে অভিনয় করেছি, যা আগে কখনও করিনি। খুব অল্প সময়ের মধ্যে শ্যুটিং হয়েছে। তাই একটু হেকটিক শিডিউল ছিল। আশা করি যে কষ্ট করেছি, তা পর্দায় প্রতিফলিত হবে।’