টুইঙ্কল খান্না, বরাবরই স্পষ্ট কথার মানুষ, সোজা কথা সোজা ভাবে বলতে কোনওদিনই দ্বিধা করেন না অক্ষয়পত্নী। যে কোনও রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিজের হাতে কলম তুলে নেন ‘মিসেস ফ꧑ানিবোনস’ (ছদ্মনাম)। আরজি করের ঘটনার পরও কলম ধরেছিলেন টুইঙ্কল। তবে শুধু আরজি কর নয়, সাম্প্রতিক সময়ে বিহার, অসম, বদলাপুর সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেবিষয়ে এবার সরব হলেন প্রাক্তন🐻 অভিনেত্রী, লেখিকা টুইঙ্কল খান্না।
টাইমস অফ ইন্ডিয়াযর জন্য লেখা নিজের কলমের শিরোনামে টুইঙ্কল দিয়েছেন, ‘কেন ভূতেরা আর ভারতীয় স্ত্রꩵীদের ভয় দেখায় না।’ কারণ টুইঙ্কলের মনে হয়েছে ‘অন্ধকার রাস্তায় মহিলাদের জন্য ভূতের থেকে পুরুষরা বেশি বিপজ্জনক।’ একদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যৌন নিগ্রহের ঘটনা, তার উপর এই আবহে সম্প্রতি মুক্তি পাওয়া অমর কৌশিকের ছবি স্ত্রী-২ দেখে ফেলেছেন টুইঙ্কল।
টুইঙ্কেলের কথায়, ‘আমাদের চারপাশে যে ধরনের ঘট𝓰না ঘটছে, তাতে হরর মুভিগুলি তুলনামূলকভাবে কম ভীতিকর মনে হচ্ছে।’ কলকাতায় একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যা, বদলাপুরের এক স্কুলে যৌন নির্যাতনের শিকার হওয়া-২-৪ বছরের শিশু'র কথা উল্লেখ করে টুইঙ্কল বলেন, 'স্ত্রী-২ আসলে ছিল মহি♛লাদের দৈনন্দিন অভিজ্ঞতার একটি অন্তর্ঘাত'।