দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে সুখের সংসার অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার। টাইমস অফ ইন্ডিয়ায় লেখা নিজের কলামে, টুইঙ্কলকে লিখতে দেখা যায়, কীভাবে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য বই পড়া জ༒রুরি। সঙ্গে তিনি খুব সুন্দর করে গুছিয়ে লেখেন, কীভাবে এক আত্মীয় নিতারা-র গায়ের রং নিয়ে করা মন্তব্যের পর সাঁতার প্রায় ছেড়ে দিয়েছিল অক্ষয় কুমারের মেয়ে। কিন্তু একটা বই তাকে সাহায্য করে নিজের সিদ্ধান্ত বদল করতে।
টুইঙ্কল লিখলেন, ‘এমন একটি সময় ছিল যখন আমার ছোট্ট মেয়ে (নিতারা) তার সাঁতার শেখা বন্ধ করতে চেয়েছিল। যার অন্যতম কারণ ছিল ওর গায়ে থাকা ট্যান। 'আমি ভাইয়ার মতো একই রঙের হতে চাই', মাথায় ঢুকে গিয়েছিল ওর। তার কানের মধ্যে এক বোকা আত্মীয় ঢুকিয়ে দিয়েছিল এমনটা। 'মেয়েটা এত কিউট কিন্তু ওর ভাইয়ের মতো ফর্সা নয়', মন্তব♋্য করে!’
আরও পড়ুন: মাত্র ৪ রানে আউট হয় বিরাট, অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া ভাইরাল হল, কী করেন তিন🌺ি?
আরও পড়ুন: ‘সব ভালো জিনিসেরই তো…’! জল থই থই ভালোবাসা বন্ধ ৯ মౠাসেই, কী বলছেন ‘তোতা’ অনুশা?
টুইঙ্কল এরপর লেখেন, ‘আমি তাকে (নিতারা) ফ্রিদা কাহলোর সচিত্র জীবনী দিয়েছিলাম। তাঁরই মতো এমন চকচকে ত্বক নয় যার, জোড়া ভ্রু সহ, রোল মডেল হিসাবে দুর্দান্ত প্রতিভাবান মহিলা। আজকাল নিতারা দাবি করে🌼, 'সাদা একটি হালকা রঙ, তাই এটি আমার টি-শার্টের মতো দ্রুত নোংরা হয়ে যায়; বাদামী গাঢ় হয়, তাই এটি হয় না'ཧ।’
আরও পড়ুন: টি ২০ বিশ্বকা♏পের ভারত-পাক ম⛄্যাচের দিন কী এমন করল নাতাশা! গালাগালি খাচ্ছে হার্দিক
আরও পড়ুন: শরীরে বড় রোগ, তা নিয়েই বলিউডে আসতে কমান ৩৫ কেজি ওজন! আজ জন্মদিন, বলুন তো ಌকেಌ ?
সম্প্রতি বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অক্ষয় কুমারকে। শিখর ধাওয়ানের ‘ধাওয়ান করেঙ্গে’-তে খিলাড়ি কুমারকে বলতে শোনা যায়, ‘আমি তো নিরক্ষর মানুষ। সেরকম পড়াশোনাও করিনি। আমি গাধার মতো কায়িক পরিশ্রম করিౠ। আর ও বুদ্ধিমান। আমি যখন কাজে যেতাম, তিনি আমার সন্তানদের (আরভ ও নিতারার) খুব যত্ন নিয়েছেন। আমি অবাক হই এটা ভেবে যে, আমার স্ত্রী আজও জীবনকে কীভাবে দেখে। ওঁর বয়স বর্তমানে ৫০, এখনও পড়াশোনা করে চলেছেন। তিনি মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছেন।’