চলতি বছরই চিরঘুমের দেশে পাড🌌়ি দিয়েছেন উস্তাদ রশিদ খান। তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি, শূন্যতা তৈরি হয়েছে। এদিন তাঁর একটি অদেখা ভিডিয়ো পোস্ট করেন তাঁর এক সহকর্মী। সেখানে তাঁকে তবলা বাজাতে দেখা যাচ্ছে।
কী ঘটেছে?
পূর্বায়ন চট্টোপাধ্যায় এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে উস্তাদ রশিদ খান বসে তবলা বাজাচ্ছেন। মাটিতে বসে রীতিমত মন দিয়ে তাঁকে তবলা বাজাতে দেখা যায়। আর তাঁর এই অদেখা রূপ দে💯খে রীতিমত চমকে 🐽যান তাঁর সহকর্মী। বলেন, 'এই দিকটা জানা ছিল না তো।' শুনেই হেসে ফেলেন প্রয়াত শিল্পী।
এদিন এই ভিডিয়ো🍬 পোস্ট করে পূর্বায়ন লেখেন, ' একটা ছোট পুরোনো ভিডিয়ো শেয়ার ক𝔍রছি যেটা আমার মনের খুব কাছের উস্তাদ রশিদ খান সাহেবের যিনি খুব অকালে চলে গেলেন। সেদিন পর্যন্ত (ভিডিয়ো রেকর্ড করার দিন) জানতাম না উনি এত ভালো তবলা বাজাতে পারেন।' তাঁর এই ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ শেয়ার করেছেন এটি।
এক ব্যক্তি লেখেন, 'সত্যি ঈশ্বরের কি লীলা, শিল্পীসত্ত্বা এইভাবে ভরে ভরে পাঠিয়েছেন সশ💝্রদ্ধ প্রণাম ওস্তাদজি।' আরেকজন লেখেন, 'কি দারুণ গুণীজন ছিলেন উনি, খুব অসময়ে চলে গেলেন, ঈশ্বর চিরশান্ত💯িতে রাখুন ওঁকে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসাধারণ শিল্পী । আমরা যে কি হারালাম! ওঁর আত্মার শান্তি কামনা করি।'
প্রসঙ্গত ২০২৪ সাল𝄹ের ৯ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন উস্তাদ রশিদ খান। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মাত্র ৫৫ বছর ꧂বয়সেই তিনি সুরলোকে চলে যান।