পরে আছেন সাদা শার্ট, সাদা ট্রাউজার। মুম্বই বিমানন্দরে দেখা গেল বরুণ ধাওয়ানকে। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তারপরেই এমন এক কাজ করলেন যা দেখে রীতিমতো তাজ্ꦜজব হয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। বিমান বন্দরে ঢোকার সময় তাঁকে দেখে ভিড় জমান সাংবাদিকরা। তাঁর ছবি তুলতে দৌড়ে আসেন। তাঁদের সঙ্গে বেশ মিষ্টি ভাবেই কথা বলছিলেন তিনি। আর তার পরেই ঘটে এই ঘটনা। যা দেখে রীতিমতো তাজ্জব বনে যাবেন!
আরও পড়ুন: শেরশাহর পর আবারও দেশাত্মবোধক চরিত্রে 𓆉সিদ্ধার্থ মালহোত্রা! কবে মুক্তি পাবে ‘যোদ্ধা🃏’?
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে বরুণের ‘বেবি জন’ নামের ছবিটি। এই ছবিতে মুখ্য চরি🦩ত্রে দেখা যাবে অভিনেতাকে। এছাড়া সিটাডেল নামের একটি সিরিজেও দেখা যাবে বরুণকে। ২০২৫-এও মুক্তি পাবে জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনিত ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। ‘ভেড়িয়া’ ছবিতে শেষ কাজ করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এই ছবিতে তাঁর অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
কিছুদিন আগেই নিজের পিতা হতে চলার খবর প্রকাশ্যে আনেন বরুণ। স্ত্রী নাতাশা দালালের অন্তসত্ত্বা হওয়ার খবর নিজেই একটি পোস্টে শেয়ার করেন তিনি। বেশ আলোরণ ফেলেছিল সেই পোস্টের ছবিটিও। ছবিতে হাঁটু গেড়ে বসে নাতাশার বেবি বাম্পে চুম্বন করতে দেখা গিয়েছিল 💎অভিনেতাকে।
আরও পড়ুন: লাইভে এসে নবাগতদের নিয়ে কী ꧋বললেন আমির খান?♓ ভিডিও শেয়ার হতেই ভাইরাল
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে বরুণের কাণ্ড ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। ধরা পড়ল সাংবাদিকদের সঙ্গে তাঁর আচরণের এমন ꦛএক ঝলক, যা সত্যিই বিরল। প্রশংসায় ভাসাল সকলে। বরুণের ব্যবহারে চমকে দিয়েছে তাঁর নিজের ভক্তেরাই । সাংবাদিকের সঙ্গে বরুণের আচরণ হতবাক করেছে সকলকে।
আরও পড়ুন: চিনের নোবেল পুরস্ক𝓰ারপ্রাপ্ত লেখকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ! কী বলছেন জিনপিং?
ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে দেখা গেল,💎 বিমান বন্দরে ঢোকার সময় খোশমেজাজেই সাংবাদিকদেক সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ তাঁদের মধ্যেই এক পাপারাজ্জির জন্মদিন শুনে তাঁকে জড়িয়ে ধরেন বরুণ। এতেই থেমে থাকেননি। জন্মদিনের উপহার হিসাবে নিজের দামি রুপোর ঘড়িটিও তাঁকে খুলে দিয়ে দেন এই অভিনেতা।
আরও পড়ুন: প্রথমে অস্বী༺কার, পরে চুপিচুপি বাগদান সারলেন তারক মেহতা কা উল্টা চশমা খ্যাত রাজ-মুনমুন
বরুণ ধাওয়ান, তাঁর প্রজন্মের অন্যতম প্রিয় অভিনেতা হিসাবে স্বীকৃত, কেবল তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্যই নয়, তাঁর জনহিতকর প্রচেষ্টার🙈 জন্যও খ্যাতিমান তিনি। বরুণের সহজাত নম্রতা এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। এবার এই ঘটনাটি তাঁর ‘ডাউন-টু-আর্থ’ তকমায় শিলমোহর দিয়েছে।