প্রয়াত অভিনেত♔া এবং পরিচালক রামারথনম শঙ্করণ। বহু তামিল সিনেমা এবং কয়েকটি তেলুগু সিনেমায় সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর। মণি রত্নম পরিচালিত কার্তিক-অভিনীত 'মৌনা রাগম'-এ রেবতীর বাবার ভূমিকায় অভিনয়ের জন্য তিনি তামিল ইন্ডাস্ট্রিতে পরিচিত লাভ করেন।
খ্যাতনামা পরিচালক ভারতীরাজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শোক প্রকাশ করে তামিল ভাষায় লিখেছেন, ‘আমার শিক্ষক, পরিচালক মিস্টার রা শঙ্করন স্যারের মৃত্যুতে দুঃখিত। পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা’। আরও পড়ুন: হাতে হাত, গালে নাক ঘষ✱ে কৌশানির সঙ্গে প্রি-ওয়েডিꦉং ফটোশ্যুট বনির? কবে তাঁদের পালা
একজন শিল্পী এবং সহযোগী পরিচালক হিসেবে তামিল চলচ্চিত্র শিল্পে একটি বিশিষ্ট নাম রামারথনম শঙ্করণ। রা শঙ্ক💞রনের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ওরু কাইদিয়াইন ডায়েরি, পথিমুনম নম্বর ভিদু, আমরণ, চিন্না গাউন্ডার, সাথী লীলাবতী এবং কাধল কোট্টাই। ১৯৯৯ সালে সত্যরাজ ও রোজা অভিনীত পরিচালক সুন্দর সি 'আঘাগরসামি'-তে তাঁকে শেষ দেখা গিয়েছিল।
রা. শঙ্করণ অনেক পুরস্কার বিজয়ী তামিল সিনেমা পরিচালন🌼া করেছেন যেমন ভেলুম মায়িলম থুনাই, কুমারী পেনিন উল্লাথিলে এবং আরও অনেক। ত🎶ার অন্যান্য পরিচালনার মধ্যে রয়েছে, সিন্ধুতে ভানাম (১৯৭৫), ওরুভানুক্কু ওরুথি (১৯৭৭) এবং ধুর্গা ধেভি (১৯৭৭)।