ꩵ স্টার জলসার অন্যতম হিট সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’। দীর্ঘসময় ধরে দর্শক মনে পাকা জায়গা করে রেখেছে এই ভক্তিমূলক ধারাবাহিক। গত কয়েক সপ্তাহে সেরা দশের লড়াই একটু পিছিয়ে পড়েছে এক সময়ের চ্যানেল টপার। তাই নতুন চমক নিয়ে হাজির সাধক বামাক্ষ্যাপা। মহাপীঠ তারাপীঠের বিশেষ পর্বে এবার দেখা যাবে যাবে টলিউড ইন✱্ডাস্ট্রির প্রবীন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে। এর আগেও বহুবার এই সিরিয়ালে ক্যামিও চরিত্রে বহু বিশিষ্ট শিল্পীর দেখা মিলেছে।
কোন ভূমিকায় দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়কে? গল্পের আসন্ন প্রেক্ষাপট বলছে বামা অনুভব করবে তাঁর এক অন্ধভক্ত খুব কষ্টে রয়েছেন। সেই ভক্ত, বিষ্ণুদাসের ভূমিকাতেই এই সিরিয়ালে আগমন ঘটছে বর্ষীয়ান অভিনেতার। হত দরিদ্র কীর্তনীয়💫া বিষ্ণুদাসে🅷র ঠাঁই হচ্ছে না কোনও দলেই, অভাবের সংসার আর চলে না! কিন্তু অনাথ নাতনির দেখভালের সব দায়িত্ব তাঁর উপরই। নাতনি রাধারানির বিয়ে দিতে চায় বিষ্ণদাস, কিন্তু নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কেমনভাবে নাতনির বিয়ে দেবেন তিনি, তাই ভেবে পাচ্ছেন না। এরপর তাঁর গ্রামে এসে উপস্থিত স্বয়ং বামদেব। এরপর কী মোড় নেবে এই কাহিনি তা দেখতে অপেক্ষা করতে হবে এই বিশেষ পর্ব সম্প্রচারের জন্য।
প্রায় তিন বছর ধরে সাফল্যের সঙ্গে দর্শকদের মনোরঞ্জন করে আসছে মহাপীঠ তারাপীঠ। গত মাসেই ৭০০ পর্ব পার করেছে এই ধারাবাহিক, এখানে বামাক্ষ্যাপার চরিত্রে দেখা মেলে অভিনেতা সব্যসাচী চৌধুরীর, অন্যদিকে মা তারার ভূমিকায় রয়েছেন নবনীতা দাস। বিপ🔜্লব চট্টোপাধ্যায় অভিনীত ‘মহাপীঠ তারাপীঠ’-এর বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৭ ও ৮-ই ডিসেম্বর ঠিক রাত ১০টায়।
প্রায় তিন বছর ধরে সাফল্যের সঙ্গে দর্শকদের মনোরঞ্জন করে আসছে মহাপীঠ তারাপীঠ। গত মাসেই ৭০০ পর্ব পার করেছে এই ধারাবাহিক, এখানে বামাক্ষ্যাপার চরিত্রে দেখা মেলে অভিনেতা সব্যসাচী চৌধুরীর, অন্যদিকে মা তারার ভূমিকায় রয়েছেন নবনীতা দাস। বিপ্লব 🌳চট্টোপাধ্যায় অভিনীত ‘মহাপীঠ তারাপীঠ’-এর বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৭ ও ৮-🧜ই ডিসেম্বর ঠিক রাত ১০টায়।
|#+|