সামনেই লোকসভা নির্বাচন। তার আগে একটি🌳 ইঙ্গিতবহ পোস্ট লিখলেন বীর দাস। না, তিনি কোনও দল বা কারও নাম লেখেননি পোস্টে। তবে সকলকে পোশাকের মতো 🌼প্রয়োজনে রাজনৈতিক মতাদর্শ পাল্টাতে বললেন প্রয়োজনে।
কী লিখলেন বীর দাস?
এদিন বীর দাস এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, ' এভাবে ভাবতে শিখুন। এই যেমন ৫ ম♚িনিট আগে তুমি স্কিনি জিন্স পরেছিলেন। এই তো গতকালই। মনে পড়ছে? স্কিনি জিন্স তোমার না থাকা কার্ভ ইত্যাদি দেখাত। তারপর একদিন তুমি জাস্ট ওটা পরা বন্ধ করে দিলে। কিন্তু কেন ♍জানো না। তুমি আশেপাশে দেখলে এবং তোমার সব টাইট ফিট জামা কাপড়গুলো ঢিলে ঢালা পোশাক দিয়ে বদলে দিলে। না কেউ তোমায় বলেনি। তুমি নিজেই করেছ। কারণ এই বদলাতে থাকা পৃথিবীতে তোমারও প্রয়োজন আছে। হয়তো আগেরটা বেশি ফ্যাশনেবল। কিন্তু পরলে স্বস্তি পাওয়া যায় না। প্রয়োজন সেজ স্বস্তি, বাতাসের। ঠিক একই জিনিস দরকার তোমার রাজনৈতিক মতাদর্শ নিয়েও।'
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...'ﷺ ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদে𓆏র পরিবারের
এরপর বীর দাস এই প্রসঙ্গে লেখেন, ' গোটা পৃথিবীকে দেখো, ভাবনা🥂গুলোকে আলগা করো। যার কোনও অস্তিত্ব নেই সেটাকে আঁকড়ে ধরে রেখো না। নিজের ভাবনাকে শ্বাস নিতে দাও। যদি এটা তোমার খারাপ লেগে থℱাকে তাহলে ভেবো চ্যাট জিপিটি লিখেছে।'