আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। ইতিহাসের পাতায় নাম লেখানোর দিনই কিং খানের কপালে জুটল তিরস্কার। শনিবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার 'পার্দো আল্লা ক্যারিয়ারা' বা 'ক্যারিয়ার লেপার্ড'-এ সম্মানিত হন নায়ক। তবে সেই সাফল্যকে ছাপি♐য়ে গেল এক বিতর্ক। অনুষ্ঠানের রেড কার্পেট ভিডিয়ো সোশ্যালে তুমুল ভাইরাল, যেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক প্রৌঢ়কে সজোরে ধাক্কা মারতে দেখা গেল শাহরুখ খানকে।
লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে শাহরুখের একটি ভিডিয়ো শেয়ার করেন এক এক্স ব্যবহারকারী, যেখানে অভিনেতা একপাশে ফ🌠টোগ্রাফারদের পাশে দাঁড়িয়ে থাকা এক ব🧸্যক্তির দিকে এগিয়ে যান। অভিনেতা আপাতদৃষ্টিতে ব্যক্তিটিকে 'ধাক্কা' দিয়েছিলেন যাতে তিনি ছবি তোলার সময় ফ্রেমে না আসেন। ওই বয়স্ক ব্যক্তি এরপর হাত তুলে ক্ষমাও চান শাহরুখের কাছে। যদিও বলিউড বাদশার এহেন আচরণে হতভম্ব নেটিজেনরা। অধিকাংশই শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন।
আরও পড়ুন-বিদেশের মাটিতে সম্মানিত হয়েও ভুলল💧ꦗেন না দেশের সংস্কৃতি! পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পেয়ে কী করলেন শাহরুখ?