প্রত্যাশা মতো আয় করতে পারেনি বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভক্যাক্সিন ওয়ার’। ২০২২ সালে দর্শকদের ব্লকবাস্টার সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ উপহার দিয়েছিলেন বিবেক। ৩৪০ কোটির উপর আয় করেছিল ছবিখানা। ১৯৯০ সালে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার, তাঁদের উপত্যকা ছাড়তে বাধ্য করার মতো নানা ঘটনা সিনেমায় তুল꧟ে ধরে নাম কাম𝐆িয়েছিলেন বিবেক। কিন্তু দেখা গেল সেই ম্যাজিক তৈরি করতে ব্যর্থ হয় ভ্যাক্সিন ওয়ার।
বৃহস্পতিবার মুক্তির দিন ভ্যাক্সিন ওয়ার খাতা খোলে মাত্র ৮৫ লাখ দিয়ে। এরপর শুক্রবারে তা সামান্য বাড়ে। তবে শনিবার আসতেই বাড়ল আয়। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভ্যাক্সিন ওয়ারের শনিবারের আয় বক্স অফিস থেকে ১.৫০ কোটি। আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে রোম্যান্স, বিয়ে ভেঙে যাওয়া! ‘সন্তানরা আমার 𓆏প্রেমের কথা জানে’: বিস্ফোরক দাবি রবিনা ট্যান্ডনের
দ্য ভ্যাক্সিন ওয়ার বক্স অফিস কালেকশন:
রিপোর্ট বলছে, শনিবার ১.৫০ কোটির কাছাকাছি আয় করেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা। আর বৃহস্পতি ও শুক্রবারে আয় ছিল যথাক্রমে ৮৫ ও ৯০ লাখ। আর তিন দিনে ছবির আয় গিয়ে দাঁড়াল ৩.২৫ কোটিতে। 💛
আসলে ভ্যাক্সিন ওয়ারকে মুখোমুখি হতে হয়েছে শাহরুখ খানের জওয়ানের। যা ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর এখনও বহাল তবিয়তে রাজত্ব করছে সিনেমাহলগুলিতে। এই অবস্থায় এখনও জওয়ানে মজে থাকা দর্শককে নিজের দিকে টানতে কিছুটা ব্যর্থই হচ্ছেন বিবেক। আরও পড়ুন: ভারতীয় বিজ্ঞানীদের করোনার টিকা তৈরির হাড়হিম লড়াই প্রকাশ্যে, ফের বাজিমাত বিবেক অগ্নিহ💮োত্রীর