শুক্রবার ও শনিবার আম্বানিদের আমন্ত্রণে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সেের জিও ওয়ার্ল্ড সেন্টারে একজোট হয়েছিলেন বলিউডের রথী-মহারথীরা। সূদূর হলিউড থেকে হাজির ছিলেন টম হল্যা♐ন্ড, জেন্ডেয়া, জিজি হাদিদরা। উপলক্ষ্য নীতা আম্বানিকে উৎসর্গ করে তৈরি দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেসের গ্র্যান্ড লঞ্চ। 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'- (NMACC) এর উদ্বোধন অতিথি তালিকায় ছিল চমক। অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেনি দেশের সবচেয়ে ধনী পরিবার।
জানেন কি মুকেশ আম্বানির পার্টিতে শেষপাতে যে মিষ্টি পরিবেশন করা হয়েছে তার সঙ্গে ছিল গোছা গোছা ৫০০ টাকার নোট! তবে কাহিনিতে রয়েছে একটা টুইস্ট। পার্টির অন্দরের একাধিক ছবি যেমন ভাইরাল হয়েছে, তেমনই পার্টির অন্দরের মেনুর ছবিও হু হু করে ছড়িয়ে পড়েছে। তারপর মধ্যেই পার্টিতে অতিথিদের জন্য পরিব🦄েশন করা হালুয়ার ছবি থেকে চোখ ছানাবড়া সকলের। কারণ হালুয়ার প্লেট জুড়ে রয়েছে ৫০০ টাকার নোট। তবে না, এটা আসল টাকা নয়, নকল টাকা। আসলে উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় মিঠাই ‘দৌলত কি চাট’। প্রায় ৫০০ বছর পুরোনো এই ডেজার্ট সার্ভ করতে নকল ৫০০ টাকার নোট ব্যবহার করা হয় আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে। কিন্তু আম্বানিদের পার্টি বলে কথা! তাই অনেকেই এক ঝটকায় ওই টাকাকে সত্যিকারের ৫০০ টাকার নোট বলেই বিশ্বাস করে নিয়েছেন।
কী কী ছিল NMACC গালার মেনুতে?
ভারতীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তৈরি এই সাংস্কৃতিক মঞ্চ। তাই অনুষ্ঠানের মেনুতে ভারতীয় ঐতিহ্✅য ও পরম্পরাই বজায় রেখেছিলেন আম্বানিরা। অতিথিদের যে ভারতীয় থালি সার্ভ করা হয় তাতে রুটি, ডাল, পালক পনীর, বিভিন্ন ধরণের তরকারি, হালুয়া, মিষ্টি, চাটনি, পাপড়, লাড্ডু-সহ একাধিক পদ ছিল। সঙ্গে ছিল পানীয় ঢালাও ব্যস্ততা। বাছাই করা ওয়াই সার্ভ করা হয় অতিথিদের জন্য।
আরও পড়ুন-ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হ♒ুমকি! প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ স্বস💮্তিকা
আরও পড়ুন- হলি সুন্দরীদের দেশি অবতার! আম্বানিদে🍒র ইভেন্টে শাড়িতে লাস্যময়ী জেন্ডেয়া, জিজিরা
দু-দিন ধরে চলা এই অনুষ্ঠানে শরিক হয়েছিলেন সলমন, শাহরুখ, আমির থেকে নিয়াঙ্কা, সইফিনা, দীপবীর, সিদ্ধার্থ-কিয়ারা, অর্জুন-মালাইকারা। মঞ্চে ডান্সও করতে দেখা যায় রশ্মিকা মন্দানা, বরুণ ধাওয়ান, রণবীর সিংদের। আম্বানিদের ডাকে এককথায় মায়ানগরীর সমস্ত তারকাই পৌঁছেছিলেন এই সাংস্কৃতিক মঞ্চে🐓র উদ্বোধনে।