পর্দায় কার্তিক আরিয়ান আসছেন 'চান্দু চ্যাম্পিয়ন' হয়ে। এই ছবিতে কার্তিকের লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়। দৈহিক দিক থেকে নিজের এতটা পরিবর্তনের জন্য দর্শকরা প্রংশায় ভরিয়ে দেন কার্তিককে। তবে বর্তামানে নায়ক তাঁর ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সেই রকমই এক প্রচারমূলক সাক্ষাৎকারে কার্তিক করণ জোহরের সঙ্গে তাঁর পুরানো বিবাদ নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি দ্য লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে করণের সঙ্গে তাঁর অতীত বিবাদ নিয়ে কথা বলেছেন নায়ক । ধর্মা প্রোডাকশনের 'দোস্তানা ২' থেকে বেরিয়ে আসার পর করণ ও তাঁর সম্পর্কে যে ফাটল ধরেছিল সে বিষয়ে কথা বলতে গিয়ে কার্তিক বলেন, 'দেখুন ওটা অনেক দিন আগের কথা। অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়, বা পরিস্থিতি এমন তৈরি হয় যে অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যܫায়। বিশেষ করে যখন কিছু নিয়ে লেখা হয়, বা চর্চা হয় সেটা নিয়ে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যায়।"
আরও পড়ুন: 'তুমি যা করেছ তাতে আমি খুব.꧅..'! ভোটে জেতার পরই দেবকে নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?
আর গভীরে না গিয়ে, কার্তিক জানান যে, কাজই তাঁর কাছে সব, সেটাই গুরুত্ব সব থেকে বেশি এবং তিনি আর কোনও বিতর্কেও জড়াতে চান না। কার্তিক 'দ্য লালানটপ'কে বলেন, 'খবরটি আসার পরও আমি নীরব ছিলাম এবং আমি এখনও নীরবই থাকতে চাই। আমি আমার কাজের প্রতি ১০ꦏ০ শতাংশ ফোকাস করি এবং যখন এই ধরনের কোনও বিতর্ক হয়, আমি তা নিয়ে আর নতুন করে কিছু বলে বিতর্ক বাড়াতে পছন্দ করি না, আমি চুপচাপ থাকি। আমি এই সব বিষয়ে খুব বেশি জড়িয়ে পড়তে চাই না। আর নতুন করে কিছু বলে কারুর কাছে কিছু প্রমান করতে চাই না আমি।'
আরও পড়ুন: 'পদাতিক' মুক্তির আগেই সুখবর দিলেন সৃজিত! ছবির মুকুটে লাগল কোন পালꦡক?
প্রসঙ্গত, ধর্মা প্রোডাকশন তাঁদের বহুল আলোচিত প্রোজেক্ট 'দোস্তানা ২'- এর কাস্টিংয়ের বিষয়ে ༺একট𝐆ি আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। বিবৃতিতে বলা হয়েছিল, 'কতকগুলি সমস্যার জন্য আমরা 'দোস্তানা ২'-এর কাস্টিং-এ বদল আনতে বাধ্য হচ্ছি, আমরা পুনঃকাস্টিং করব। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার জন্য তৈরি থাকুন।' এই ঘোষণার পর, করণ জোহর এবং কার্তিক আরিয়ানের মধ্যে বিবাদের গুজব ছড়িয়ে পড়ে, যদিও অভিনেতা এবং পরিচালক এই বিষয়টি নিয়ে এতগুলো বছর নীরবতা বজায় রেখেছেন।
তবে এর বহু বছর পর অবশ্য কার্তিক আরিয়ান এবং করণ জোহরকে ভারতীয় চলচ্চিত্র উৎসব মেলবোর্ন ২০২৩-এ এক মঞ্চ দেখা গিয়েছিল, সেই নিয়ে নানা চর্চাও হয়েছিল খুব। তারপর পরিস্থিতি আরও সহজ হয়ে ওঠে, গত বছর কার্তিকের জন্মদিনে, ধর্মা প্রোডাকশন এবং একতা কাপুরের বালাজি টেলিফিꦇল্ম লিমিটেড যৌথভাবে কার্তিককে মূখ্য ভূমিকায় রেখে একটি চলচ্চিত্রের ঘোষণা করেছিল। এটি পরিচালনা করবেন সন্দীপ মোদী। ২০২৫ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।