সম্প্রতি 'প্রজেক্ট কে'র শ্যুটিংয়ে পাঁজরে আঘাত পেয়ে গৃহবন্দী রয়ে𝐆ছেন অমিতাভ বচ্চন। তবে শ্যুটিং করতে গিয়ে এর আগেও বড় দুর্ঘটনার মুখে পড়েছেন অমিত🦋াভ। সে আঘাত তাঁকে মৃত্যু-মুখীও করে দিয়েছিল। সালটা ছিল ১৯৮৩, মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের সুপারহিট ছবি 'কুলি'। ১৯৮২ সালে ২ অগস্ট সেই ছবির সেটেই গুরুতর আঘাত পেয়েছিলেন অমিতাভ। এমনকি অস্ত্রোপচারের পর ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল তাঁকে।
ঠিক কী ঘটেছিল?
১৯৮২ সালে ২ অগস্ট, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি ক্যাম্পাসে অভিনেতা পুনীত ইসারের সঙ্গে অমিতাভের মারপিটের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেসময় লাফ দিতে গিয়ে একটু ভুলে পেটে গুরুতর আঘাত পেয়েছিলেন অমিতাভ। ভয়ানক রক্তপাত হতে শুরু হয়। অমিতাভ জ্ঞান হারিয়ে ফেলেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একবার সেই ঘ🐼টনা নিয়েই সিমি গারেওয়ালের শোয়ে মুখ খুলেছিলেন বিগ বি।
অমিতাভ বলেন, ‘আমি কোমায় ছিলাম। সেটে দুর্ঘটনায় আমার অন্ত্র ফেটে গিয়েছিল। তারপরে জরুরী ভিত্তিতে আমার অস্ত্রোপচার হয়। আমরা ৫ দিন 🍒পরে বোম্বে (বর্তমান মুম্বই)ফিরেছিলাম। সেলাই ফেটে গিয়েছি। আমাকে আরও একটি অস্ত্রোপচার করতে হয়। এটি সেই অস্ত্রোপচারের ১২-১৪ ঘণ্টা পরও আমার জ্ঞান ফেরেনি। তখনই ওরা ভেবেছিল যে হয়ত সব শেষ। কারণ, কোনো পালস ছিল, রক্তচাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল।’