দারিদ্রের সঙ্গে লড়াই করে লাইমলাইটে উঠে এসেছেন ভারতী সিং। স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে আজ দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন পার্সোনালিটি, হোস্ট তথা প্রযোজক ভারতী সিং। সাফল্য-চাকচিক্যের মাঝেও নিজের অতীত ভোলেননি ভারতী। ভোলেননি কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা।
ইউটিউবার ঠগেশের 'দ্য ঠগেশ শো'-তে সম্প্রতি হাজির হয়েছিলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সেখানেই একটি আবেগঘন মুহুর্তের কথা স্মরণ করেন যখন তিনি শাহরুখ খানকে তার বিখ্যাত শিশু চরিত্র লাল্লির পোশাক পরার জন্য অনুরোধ করেছিলেন এবং সুপারস্টার সহজেই রাজি হয়েছিলেন।
আরও পড়ুন-বিয়ের ৪ মাসেই মা হওয়ায় কটাক্ষ, ৭ দিনের ছেলের পায়ে চুমু রূপসার, কী বললেন নতুন মা?
লাল্লি রূপী শাহরুখ প্রসঙ্গে ভারতী
সঞ্চালক যখন ভারতী সিংকে স্মরণ করিয়ে দেন যে একবার শাহরুখ খান তাঁর তৈরি জনপ্রিয় শিশু চরিত্র লাল্লির পোশাকে সেজেছিলেন, তখন কমেডিয়ান বলেন, 'আমি প্রচুর কেঁদেছিলাম। আমি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, সদ্য গ্রাম থেকে এসেছি। আমি সন্দেহ করেছিলাম যে শাহরুখ সত্যিই লাল্লির চরিত্রে অভিনয় করবেন কিনা। তাঁর জীবনের জাঁকজমকের মাত্রাটাও জানতাম না—মন্নত তখনও চোখে দেখিনি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, 'স্যার, আপনি কি লাল্লির মতো সাজবেন?' তিনি খুব মিষ্টি ছিলেন এবং বলেছিলেন, ‘হ্যাঁ। আমি যখন তাঁকে পরচুলা পরিয়ে দিলাম, তখন তিনি জিজ্ঞেস করল, তোমার কাছে ফ্রক নেই?’