২০২২-এর নভম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী তবসুমের। যিনি কিনা শিশুশিল্পী হিসাবে মাত্র ৩ বছর বয়সে কেরিয়ার🦹 শুরু করেছিলেন। ১৯৭২ থেকে ১৯৯৩ পর্যন্ত, তিনি দূরদর্শনে সেলিব্রিটি চ্যাট শো ‘ফুল খিলে হ্যায় গুলশান’-এর সঞ্চালনা করতেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া রেডিফ ডটকমে উঠে এসেছে তবসুমের পুরনো এক সাক্ষাৎকার। যেখানে তবসুম জানিয়েছিলেন বিগ বি অভিতাভ কীভাবে একদিন তাঁর জীবন বাঁচিয়েছিলেন।
সাক্ষাৎকারে তবসুম বলেন, ‘আমি আপনাদের অমিতাভ বচ্চনের সঙ্গে একটা ঘটনা বলব যা ফুল খিলে হ্যায় 𒐪গুলশন সম্পর্কিত নয়… আমি দেশ এবং দেশের বাইরে অমিতাভ বচ্চন এবং কল্যাণজি-আনন্দজির সঙ্গেও অনেক লাইভ শো করেছি। তবে এই ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের শানমুখানন্দ হলে। আমি তখন হুইলচেয়ারে ⛄বসে শো পরিচালনা করছিলাম কারণ আমার পা ভেঙে গিয়েছিল। হঠাৎই সেখানে আগুন লেগে যায়, দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকে পদদলিত হন। আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, তবে কেউ আসেনি।’
আরও পড়ুন-মনোজের সঙ্গে হাত মিলিয়𝔉েছেন, গুরুতর অপরাধের সঙ্গী কঙ্কনℱা! কিলার স্যুপে ঠিক কী ঘটেছে?
তবসুমের কথায়, ‘আমি সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করি, তবে তখন ওরা সবাই জীবনের জন্য দৌড়াচ্ছিল। তারপর অমিতজি এলেন। উনিই আমাকে নিরাপদ জায়গায় নিয়ে গেলেন। আজ আমি ওঁর জন্যই বেঁচে আছি।’ তবসুম আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, হামেশা দেখা গয়া হ্যায𒈔় মহন জুকতা হ্যায়, জমিন না ঝুকতি হ্যায়, আসমান ঝুকতা হ্যায়।’
তবসুম বলেন, অমিতাভ বচ্চন অবশ্য কখনও তাঁর অনুষ্ঠানের ꦗযোগ দিতে 🐼দূরদর্শনের স্টুডিওতে আসেননি। পরিবর্তে, অমিতাভই তাঁকে তাঁর ছবির সেটে ডেকেছিলেন।
তবসুম বলেন, তাঁর ‘ফুল খিলে হ্যায় গুলশান’ চ্য়াট শো থেকে অনুপ্রাণিত হয়েই পরবর্তীকালে সিমি গ্রেওয়াল, অনুপম খের, করণ জোহর সেলিব্রিটিদের নিয়ে চ্যাট শো শুরু করেন। তাঁর কথায়, অনুপম খেরের শো তাঁর শোয়ের পুরো কপি ছিল, যদিও এই শোগুলিও🃏 তাঁর বেশ ভালোই লাগত। প্রসঙ্গত ২০২২-এ ৭৮ বছর বয়সে মৃত্যু হয় তবসুমের।